কাগজ প্রতিবেদক ॥ গণহত্যা দিবস উপলক্ষে এক মিনিট প্রতীকী ব্লাকআউট পালন করবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শুক্রবার রাত ৯টা থেকে ৯টা এক মিনিট পর্যন্ত এটি পালিত হবে। এছাড়া ২৫ মার্চ দিবাগত রাতে গণহত্যায় নিহত এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআনখানি অনুষ্ঠিত হবে। এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ইবি। এ উপলক্ষে ২৬ মার্চ সকাল ৯ টায় প্রশাসন ভবন চত্বর, স্মৃতিসৌধ ও আবাসিক হলগুলোতে পতাকা উত্তোলন করা হবে। পতাকা উত্তোলন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করবেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। পরে সেখান থেকে ভিসির নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে সমবেত হবে। পুস্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কুইজ, রচনা ও কবিতা/ছড়া আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের মাগফিরাতের উদ্দেশ্যে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে এবং হল মসজিদসমূহে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
Leave a Reply