উপজেলা পরিষদকে দৃষ্টিনন্দন উপজেলায় পরিনত করা হবে
আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদকে আধুনিক সৌন্দর্য্য বর্ধন ও দৃষ্টিনন্দন করতে পুকুর খনন করা হয়েছে। মিরপুরে উপজেলা পরিষদের পুকুর খনন কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরেফিন। এ সময় তিনি বলেন, আধুনিক উপজেলা বলতে যা বোঝায় সেই মোতাবেক এ উপজেলা পরিষদকে দৃষ্টিনন্দন উপজেলায় পরিনত করা হবে। গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে মিরপুর উপজেলা পরিষদের কাঠাল বাগান চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় পুকুর ১ ও ২ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা নিতেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক রোকনুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু, মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, উপজেলা পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন কর্মকর্তা মনোজ কুমার ইন্দ্র প্রমুখ। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরেফিন উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে সহ-শিক্ষার্থী কিশোর কিশোরীদের বয়:সন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা ও পুষ্টি ও বিষয়ক প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনী মোবারক, জাইকার কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস, মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অমল কুমার কুন্ডু, তাজ নুর ফারজানা প্রমুখ।
Leave a Reply