ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়া ভেড়ামারায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মহন আলী (৩২) নামে এক ইপিজেড কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১৬ দাগ এলাকার সেতু চত্বরের যাত্রী ছাউনির নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহন আলী দৌলতপুর উপজেলার কামালপুর এলাকার তছির উদ্দিনের ছেলে। ও ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় দক্ষিণপাড়ার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোহন আলী বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে ঈশ্বরদী ইপিজেডে তার কর্মস্থলে যাচ্ছিলেন। লালনশাহ সেতুর চত্বরের যাত্রী ছাউনির নিকটে সে পৌঁছালে পেছনের দিক থেকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে মোহন। স্থানীয়রা মহনকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসকরা মোহনকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করে ভেড়ামারা থানা হেফাজতে নেওয়া হয়েছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এঘটনায় শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। নিহত পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply