কুমারখালী প্রতিনিধি ॥ বর্ণাঢ্য আয়োজনে কুমারখালীতে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে “বঙ্গবন্ধু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিক, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা, ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।
Leave a Reply