কুমারখালী প্রতিনিধি ॥ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কুমারখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে সাত দিনব্যাপী (১৭ মার্চ-২৩ মার্চ) মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা সমাপ্ত হয়েছে। ২৩ মার্চ বিকালে আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মাঠে আয়োজিত সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা প্রমূখ। আলোচনা সভা শেষে রাতে উপজেলা সামজসেবা অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় সেরা স্টল সহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply