1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 9:42 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

পুতিনের ‘অঢেল’ সম্পদের উৎস কী?

  • প্রকাশিত সময় Tuesday, March 22, 2022
  • 79 বার পড়া হয়েছে

কৃষ্ণ সাগরের দিকে মুখ ফেরানো পাহাড় চূড়ায় শত কোটি ডলারের প্রাসাদটিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থার প্রতীক হিসেবেই দেখেন ক্রেমলিনের সমালোচকরা।
সিএনএন এর একটি প্রতিবেদনে তাদের অভিযোগ তুলে ধরে বলা হয়,‘পুতিনের প্রাসাদ’ নামে খ্যাত এক লাখ ৯০ হাজার বর্গফুটের বিশাল ম্যানশনটি ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশে ধনকুবেরদের দেওয়া অর্থে তৈরি।
তাদের সম্পদের অংশীদার হওয়ার মাধ্যমে দুর্নীতিতে কুখ্যাত রুশ অর্থনীতিতে ব্যবসায়ী ওই ধনকুবের গোষ্ঠীকে সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে।
প্রাসাদে নিজস্ব একটি অ্যাম্ফিথিয়েটার, বরফের মেঝে দেওয়া আন্ডারগ্রাউন্ড হকি রিঙ্ক এবং ব্যক্তিগত সমুদ্র পোত রয়েছে বলে কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির দুর্নীতিবিরোধী গ্রুপের একটি তথ্যচিত্রে বলা হয়।
এর আশপাশের জলে কোনো নৌযানের প্রবেশাধিকার নেই এবং আকাশ সীমাতেও নো ফ্লাই জোন ঘোষণা করা আছে।
২০২০ সালে পুতিনের দেওয়া আর্থিক হিসাব বিবরণীতে দেওয়া ৮০০ বর্গফুটের ছোট্ট একটি ফ্ল্যাটের বিপরীতে সুরক্ষিত ওই জাঁকালো প্রাসাদটি বড় একটি প্রশ্ন তুলে দাঁড়িয়ে আছে।
পাহাড় চূড়ায় প্রাচুর্যে ভরা ওই বাসভবন সম্পর্কে কংগ্রেস সদস্যদের পরামর্শদাতা এবং রাশিয়ায় দুর্নীতি বিষয়ক বিশেষজ্ঞ ন্যাট সিবলেই বলেন, “পুতিন সেখানে আবারও পা রাখলে আমি খুবই অবাক হব।”
ধনকুবেরদের সম্পদে বিলাশবহুল জীবন-যাপনের জন্য গড়া প্রাসাদটি পুতিনের বেতনের অর্থে তৈরি করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, এটা কেবল তার অতীতকেই তুলে ধরে।
রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার শুরুতে পুতিন এমন গোপন সম্পদ গড়ে তোলেন জানিয়ে ন্যাট সিবলেই বলেন, পরবর্তীতে তিনি সম্পদশালী ধনী পৃষ্ঠপোষকদের ওপর নির্ভরতা কমিয়ে দেন।
ধনকুবেরদের পরিবর্তে নিজের কট্টর জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গীর সমর্থন দেওয়া সরকারের মধ্যে থাকা এবং সেনাবাহিনীর অনুগতদের চারপাশে নিয়ে আসেন পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্সরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্সরাশিয়া সম্পর্কিত কয়েকজন বিশেষজ্ঞ সিএনএনকে বলেন,ইউক্রেইন আগ্রাসনের কারণে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় জোট যেসব অবরোধ দিয়েছে পুতিনের জন্য তা ব্যক্তিগতভাবে উপলব্ধি করা বেশ জটিল হয়ে উঠেছে।
পুতিন তার অবস্থানকে ‘এসবের ঊর্ধ্বে’ নিয়ে গেছেন বলে মনে করেন দুর্নীতি বিষয়ক এই বিশেষজ্ঞ।
তবে সবসময় এমনটা ছিল না উল্লেখে করে প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই দশক আগে রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিটির ব্যক্তিগত জেট বিমানটি জব্দ করে রাষ্ট্রবিরোধী অপরাধের অভিযোগ এনেছিল ক্রেমলিন।
সেসময় ১৫ হাজার কোটি ডলারের সম্পদের মালিক ধনকুবের মিখাইল খোদোরকোভস্কিকে আলোচিত ওই মামলায় আদালত কক্ষে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল।
পুতিনের নেতৃত্বে রুশ সরকারের দুর্নীতির সমালোচনা করা খোদোরকোভস্কির বিরুদ্ধে কর ফাঁকি এবং জালিয়াতির অভিযোগ এনে দোষী সাব্যস্ত করা হয়।
অবশ্য এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন ওই ধনকুবের ব্যবসায়ী। পরে ২০১৩ সালে পুতিন তাকে ক্ষমাও করে দেন। এরপর তিনি নির্বাসিত জীবন বেছে নেন।
প্রভাবশালী তেল ব্যবসীয় খোদোরকোভস্কির বিরুদ্ধে পুতিনের এমন কঠোর পদক্ষেপ অন্য ধনকুবেরদেরও বার্তা দিয়েছিল: এরপর হয়তো তোমার পালা।
পুতিনের এই কৌশল প্রভাবশালী ধনীদের নিরঙ্কুশ আনুগত্য আদায় করেছিল বলে প্রতিবেদনে বলা হয়।
নিজের বেতন বছরে মাত্র ১ লাখ ৪০ হাজার ডলার দাবি করা পুতিন কীভাবে পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তিদের একজন হয়ে উঠলেন তার একটা ব্য্যাখ্যা হতে পারে- ওইসব ধনীদের কাছ থেকে আসা নগদ অর্থ আর উপঢৌকন।
প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে সিএনএন জানায়, কৃষ্ণ সাগরের ওই প্রাসাদই শুধু নয় নৌবিহারের জন্য পুতিনের ১০ কোটি ডলারের একটি ইয়ট আছে এমন রটনাও রয়েছে।
ওই প্রাসাদ কিংবা ইয়টের সঙ্গে পুতিনের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না তা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিএনএন। ক্রেমলিন অবশ্য প্রেসিডেন্টের গোপন সম্পদ থাকার বিষয়টি নাকচ করে দিয়েছে।
আন্তর্জাতিক অর্থ পাচার নিয়ে লেখা ‘ক্লেপটোপিয়া’ বইয়ের লেখক টম বার্গিস বলেন,এসব স্থাবর সম্পত্তি কিংবা অন্যান্য সম্পদ পুতিনের নামে কি না সেটা বিষয় না।
পুতিনকে গডফাদারের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এটা বোঝা গেছে যে, পুতিন যখন কোনো ব্যবসায়ীর কাছে কিছু চান, সেটা আসলে কোনো অনুরোধ নয়।
“চূড়ান্ত বিচারে তাদের যা কিছু আছে তার জন্য বসের (পুতিন) কাছে তারা ঋণী। আঙুলের একটি ইশারাতেই পুতিন সবকিছু নিয়েও নিতে পারেন, অতীতে তাকে এমটা করতেও দেখা গেছে।
“তাদের যতই প্রভাবশালী মনে হোক না কেন, শেষ পর্যন্ত তারা পুতিনের ওপরই নির্ভরশীল।”
শৈশবের কয়েকজন বন্ধু, সাবেক প্রেমিকা হিসেবে পরিচিত এক নারী এবং পেশাদার একজন সেলো বাদকসহ পুতিনের বেশ কজন ঘনিষ্ঠ সহযোগী গোপনে বিপুল পরিমাণ সম্পদ রাশিয়ার বাইরে নিয়ে গেছেন বলে ফাঁস হওয়া একটি আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে বলে লিখেছে সিএনএন।
সম্পদ গোপন করার কাজে ব্যবহৃত শেল কোম্পানিগুলোর জটিল এক জাল তৈরির মাধ্যমে অফশোর ব্যাংক এবং গোপনে লেনদেন করায় তাদের সম্পদের পরিমাণ ধোঁয়াশাতেই থেকে গেছে।
তবে গত কয়েক বছরে অফশোর আর্থিক ব্যবস্থাপনা কোম্পানিগুলোর তথ্য ফাঁস করে পানামা পেপার্স এবং প্যানডোরা পেপার্স এর ধারাবাহিক প্রতিবেদনে সেসব গোপনীয়তার অনেকটুকুই খসিয়ে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
নগর রাষ্ট্র মোনাকোর চকচকে পোতাশ্রয়ের দিকে মুখ ফেরানো বিলাশবহুল একটি ভবনের সঙ্গেও পুতিনের ঘনিষ্ঠ ওই চক্রের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
ব্রোকভিল ডেভেলপমেন্ট লিমিটেড নামে একটি শেল করপোরেশনের নামে ২০০৩ সালে ৪১ লাখ ডলারে ওই ভবনের চার তলার একটি ফ্ল্যাট কেনা হয়। ওয়াশিংটন পোস্টের প্রকাশিত নথি থেকে দেখা যায় ওই কোম্পানিটি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস থেকে নিবন্ধন করা।
‘ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস’ এর নথি এবং ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির প্রকৃত মালিক সেন্ট পিটার্সবুর্গে একটি দোকানের সাবেক পরিচ্ছন্নতাকর্মী স্ভেৎলানা ক্রিভোনোগিখ, যার সঙ্গে দুই দশক আগে পুতিনের প্রণয় ছিল বলা হয়।
সেসময় ২৮ বছর বয়সী ক্রিভোনোগিখ একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার কয়েক সপ্তাহ পরই ওই কোম্পানিটির নিবন্ধন করা হয়।
গত বছর নিষিদ্ধ হওয়া রাশিয়ার স্বাধীন সংবাদ মাধ্যম প্রোকেট এর একটি প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট হওয়ার আগে ৯০ এর দশকে ক্রিভোনোগিখের সঙ্গে পুতিনের সম্পর্কের সূচনা।
তার মেয়ের নামের মাঝের অংশের সঙ্গে পিতার নামের পদবী রয়েছে, যার মানে ‘ভ্লাদিমিরের কন্যা’। ক্রিভোনোগিখ অবশ্য পুতিনের বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে ইনস্টাগ্রামে কয়েক লাখ অনুসারী থাকা তার মেয়ে নিজের অ্যাকাউন্টটি মুছে ফেলার আগে সাক্ষাৎকারে স্বীকার করেন প্রেসিডেন্টের সঙ্গে তার বেশ কিছু মিল রয়েছে।
মোনাকোর অ্যাপার্টমেন্ট ছাড়াও একটি স্কি রিসোর্টে ক্রিভোনোগিখের বড় অঙ্কের শেয়ার রয়েছে, যেখানে পুতিনকে ‘স্কি’ করতে দেখা গেছে বলেও প্রতিবদেনে বলা হয়।
এছাড়া তার মালিকানায় সেন্ট পিটার্সবুর্গে আরও বেশ কয়েকটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং একটি ইয়ট রয়েছে বলে জানায় ওয়াশিংটন পোস্ট এবং গার্ডিয়ান।
তবে ফাঁস হওয়া নথি থেকে পুতিনের ঘনিষ্ঠ চক্রটি কী পরিমাণ সম্পদ গড়ে তুলেছে তা পরিষ্কার হওয়া যায়নি। কিন্তু তাদের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বেশকিছু লাভজনক রাষ্ট্রীয় চুক্তি করেছে।
প্রতিবেদনে বলা হয়, অফশোর কোম্পানিগুলোর মাধ্যমে রাশিয়ার বড় অঙ্কের সম্পদের কর স্বর্গ গড়ে তোলা হয়েছে। ২০১৭ সালে এর পরিমাণ প্রায় ৮০ হাজার কোটি ডলার ছিল বলে ধরা হয়।
২০২০ সালে আটলান্টিক কাউন্সিলের একটি প্রতিবেদনে ওই সম্পদকে শতাংশের হিসেব কষে জিডিপির তুলনা করে দেখানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গড়ে বৈশ্বিক জিডিপির ১০ শতাংশ সম্পদ অফশোর কোম্পানিগুলোর হাতে। ২০১৮ সালে প্রকাশিত ‘জার্নাল অব পাবলিক ইকোনমিকস’ এর একটি গবেষণাপত্রের তথ্য তুলে ধরে বলা হয় ২০১৫ সালে রাশিয়ার এমন সম্পদের পরিমাণ জিডিপির ৬০ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, এই ‘অন্ধকার অর্থের’ চার ভাগের এক ভাগ পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করেন পুতিন এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ ধনকুবের একটি গোষ্ঠী। যা যুক্তরাষ্ট্রের জন্য ‘জরুরি জাতীয় নিরাপত্তা হুমকি’।
২০১৬ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করতে রাশিয়ার অফশোর অ্যাকাউন্টগুলো কীভাবে ব্যবহার করা হয়েছে তা মুলারের প্রতিবেদনে উঠে এসেছে।
দীর্ঘদিন ধরে পুতিনকে পর্যবেক্ষণ করা বেশ কজন সিএনএনকে বলেন,রহস্যে ঘেরা রাশিয়ার এই নেতা সম্পদের পেছনে ছোটার চেয়ে ক্ষমতা ঘণীভূত করার দিকে মনোযোগ দিয়েছেন।
মস্কোয় সিএনএন এর সাবেক ব্যুরো প্রধান জিল ডোয়ার্তি বলেন, “পুতিনের মনের ভেতর কী ঘটছে কিংবা ক্রেমলিনে কী হচ্ছে তা পুরোপুরি বুঝে ওঠা বেশ কঠিন।
“কিন্তু তিনি আরও বেশি করে খুব ছোট্ট একটি গ-ির মধ্যে অল্প কিছু মানুষের সঙ্গে সম্পর্ক রাখছেন এবং তারা ব্যবসায়ীদের চেয়ে বরং সামরিক এবং গোয়েন্দাদের পক্ষেই বেশি থাকবেন।”
কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “পুতিন যদি বাণিজ্যিক বিষয়ের পরোয়া করতেন তবে নিশ্চিতভাবেই ইউক্রেইনে তিনি এই যুদ্ধ শুরু করতেন না।”
ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনার অ্যাসোসিয়েট প্রফেসর স্তানিস্লাভ মার্কাস বলেন, “এটা এখন ধনী ব্যবসায়ীদের বিষয় নয়। এটা অর্থের বিষয় না, এটা বন্দুকের নল, ক্রেমলিনে যা এখন সবচেয়ে জোড়ালো আওয়াজ তুলছে।”
নাভালনির অ্যান্টি করাপশন ফাউন্ডেশনের প্রধান তদন্তকারী মারিয়া পেভচিখ মনে করেন- ক্রেমলিনের গুরুত্বের বিষয় পাল্টে যাক বা নাই যাক কৃষ্ণ সাগর পাড়ে ওই প্রাসাদ এবং ইউক্রেনে আগ্রাসন বুঝিয়ে দেয় পুতিন নিজেকে কী ভাবেন।
“তিনি নিজেকে একজন জার হিসেবে দেখেন, এক ধরনের রাজা। তার অনেক পরিকল্পনা রয়েছে। তিনি নিজেকে একজন ঐতিহাসিক চরিত্রে পরিণত করতে চান।
“অনেক ক্ষমতাবান, শক্তিশালী আর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চান এবং এ জন্য তারা অনেক অর্থ বিনিয়োগ করেছেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640