আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর-দৌলতপুর সড়কের পাশে ডাকাতির পুকুর নামক স্থানে পড়েছিলো মরদেহ, পাশেই পড়েছিলো তার ব্যবহৃত বাইসাইকেল। মরদেহটি মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামের আরশেদ আলীর (৫৫)। তিনি আটিগ্রাম মসজিদপাড়ার মৃত নোমাজ আলীর ছেলে। গতকাল রোববার (২০ মার্চ) সকালে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় জনগণ থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এটি হত্যাকান্ড না হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Leave a Reply