কাগজ প্রতিবেদক ॥ ছেলের প্রেমের অভিযোগে সালিশের নামে মধ্যযুগীয় কায়দায় মা-বোনকে নির্যাতন করা হয়েছে। এ নির্যাতন থেকে বাদ যাননি ছেলে মিঠুনও। সালিশে স্থানীয় মে¤॥^ার ফেরদৌসের নির্দেশে তাদের প্রকাশ্য জনসম্মুখে মারপিট করতে করতে টেনে হিঁচড়ে রাকেয়া খাতুন ও তার মেয়ে আসমার শরীরে থাকা কাপড় খুলে বীভৎস করে নির্যাতন করে মে¤॥^ার ফেরদৌসের সহযোগীরা। শালিসের শুরুতেই তাদের দফায় দফায় মারধর করা হয়। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে শনিবার সন্ধ্যায় সালিশে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মে¤॥^ার ফেরদৌস ফুলবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য তিনি। এঘটনায় ভুক্তভোগী রাকেয়া খাতুন বাদী হয়ে মিরপুর থানায় মে¤॥^ার ফেরদৌসসহ ছয়জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন,একই এলাকার ফেরদৌস মে¤॥^ার, আনারুল, মিলন, কেয়ারুল, কামিরুল ও জমিরুল। ভুক্তভোগী রাকেয়া খাতুন জানান, আমার স্বামীর ভাই নজিরের মেয়ের সঙ্গে প্রেমের অভিযোগ দিয়ে শনিবার সন্ধ্যায় কৃষ্ণপুর বটতলায় সালিশ বসান স্থানীয় মে¤॥^ার ফেরদৌস। সেখানে উপস্থিত হলেই শালিসের শুরুতেই আমাদের দফায় দফায় মারধর করা হয়। প্রকাশ্য জনসম্মুখে মারপিট করতে করতে টেনে হিঁচড়ে আমি ও আমার মেয়ের শরীরে থাকা কাপড় খুলে বীভৎস করে নির্যাতন করে মে¤॥^ার ফেরদৌসের সহযোগীরা। সবই ছিল মে¤॥^ার ফেরদৌসের নির্দেশ। সালিশ বসিয়ে মা মেয়ের ওপর নির্যাতনকারীদের কঠোর বিচার দাবি করছি। এঘটনায় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে তারা আমি ও আমার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিচ্ছে। এখন পরিবারের লোকজনদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে মিরপুর থানার এসআই দীপঙ্কর জানান,অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply