খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলা ওসমানপুর ইউনিয়নের কোমড়ভোগ গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে তফসিল বর্ণিত জমি ও ক্ষেতের পেঁয়াজ, মিষ্টি আলু সহ জমি চাষ করে দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। সরজমিন ও এজাহার সূত্রে জানা যায় কোমড়ভোগ গ্রামের মোঃ পাঞ্জাব আলী ও মোঃ বাপ্পি হোসেন, কোমরভোগ মৌজার ২৩৯৭ দাগের আর,এস ১ নং খতিয়ানে চরের খাস জমি নিম্ন তফসিল বর্ণিত ৯৯ বছরের লিজ করে ৩৮ বছর দখলে রয়েছে বলে জানাগেছে। এ বিষয়ে মোঃ বাপ্পি হোসেন বলেন গত ২০ মার্চ রবিবার সকাল ৭ টার দিকে আমার বাড়ির আঙিনার ক্ষেতের পিয়াজ আনুমানিক ১৩ বস্তা এবং মিষ্টি আলু আনুমানিক ৪০/৪৫ মন তুলে নিয়েছে এবং জমি চাষ করে জমি দখল করে নিয়েছে। সে সময় দখল কারিগন দেশীয় অস্ত্রশস্ত্র বেকি, হাসুয়া, রড়, হাতরি ও কাঠের বাটাম সহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হইয়া আমাকে ও আমার বড় ভাই বাবলু হোসেন কে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি এবং প্রাণনাশের হুমকি দিয়েছে তারা হলেন ১ নং / রমানাথপুর মাঠ পাড়া গ্রামের মৃত আহমদের ছেলে মোঃ রব্বান সেখ (৬৫) ২ নং/ আবুল শেখ (৭০) ৩ নং/ রওশন সেখ (৫৫) ৪/ ইমরান শেখ (২৮) ৫/ ইব্রাহিম শেখ সর্ব পিতা-মৃত আহমদ সেখ, ৬/ মৃত আইনুদ্দিন সেখের ছেলে আইয়ুব শেখ হেদায়েত শেখ (৪০) ৭/ তনু সেখের ছেলে আয়ুব সেখ (৪০) ৮/ যোয়াদ আলী সেখের ছেলে মিজু সেখ (৩৫) ৯/ আবুল সেখের ছেলে ঝন্টু সেখ (৪০) ১০/ মৃত মোলাম বিশ্বাসের ছেলে সুরুজ বিশ্বাস (৩৫) ১১/ হেদায়েত শেখের ছেলে রাব্বি শেখ (১৮) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন মিলে। এসকল আনীত অভিযোগের সত্যতা জানতে গেলে রোব্বান শেখের বাসায় তাকে পাওয়া না গেলে তার বড় মেয়ে ফরিদা পারভীন বলেন, আমার বাবার ক্রয় কৃত জমি উনাদের পাঁচ বছর দখলে ছিল। এবার আমরা আমাদের জমি দখল করে নিয়েছি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন মিষ্টি আলু ও পিয়াজ আমরা মন খানিক নিয়েছি এবং দেশীয় অস্ত্রের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন আমাদের হাতে শুধু কাঁচি ও কুদাল ছিল। এ বিষয়ে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইসাহাক আলী বলেন দুই পক্ষের কাগজপতি দেখলে সঠিক সিদ্ধান্তটিই দেয়া যেতে পারে এবং ওইখনে কোনো বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে প্রশাসনের কঠোর নজর থাকবে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply