কোভিড মহামারীর মত সঙ্কটের পাশাপাশি সাধারণ সময়েও শিক্ষার্থীরা যাতে অনলাইন এবং অফলাইন- দুমাধ্যমেই পড়ালেখা চালিয়ে যেতে পারে, সেজন্য একটি জাতীয় নীতিমালা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শুক্রবার চাঁদপুর জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ বিষয়ে কথা বলেন।
একইসঙ্গে সরাসরি ও অনলাইন ক্লাসের মিশ্র পদ্ধতিকে বলা হচ্ছে ‘ব্লেন্ডেড এডুকেশন’। ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারী শুরুর পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে কিছুদিন পর অনলাইন ও টেলিভিশনে দূরশিক্ষণের মাধ্যমে ক্লাস নেওয়া শুরু হয়। তবে নানা প্রতিবন্ধকতায় খুব বেশি সুফল তাতে আসেনি।
এখন সব স্কুল-কলেজে আবার স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হলেও সরকার একটি ‘ব্লেন্ডেড এডুকেশন’ অবকাঠামো গড়ে তুলেতে চাইছে যা, ভবিষ্যতে কোনো পরিস্থিতিতে আর শিক্ষার্থীদের ক্ষতির মুখে পড়তে না হয়।
সেজন্য সরকার একটি নীতিমালা করছে এবং আগামী ২৬ মার্চ তা প্রধানমন্ত্রীর কাছে তুলে দেওয়ার কথা এর আগে বলেছিলেন শিক্ষামন্ত্রী। তবে বিষয়টি বাস্তবায়নে যে অবকাঠামোগত প্রস্তুতি এবং শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন, সে কথাও তিনি বলেছিলেন।
শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যবি?ধি মে?নে চললে দে?শে ক?রোনাভাইরাস আর ‘ছড়া?বে না’।
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সরকার নিয়ন্ত্রণে রাখতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
“দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের পূর্ণ প্রচেষ্টা আছে। তারপরেও বিশ্ববাজার কোথাও কোথাওৃ কিছু অসাধু লোকের একটি অপচেষ্টা রয়েছে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য। তবে আমরা মনে করি সমস্ত পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে।”
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার মো. শাহাদাৎ হোসাইন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন
Leave a Reply