কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও কেক কাটার আয়োজন করা হয়। গতকাল সকাল ৮টায় প্রথমে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ পুস্পস্তবক অপর্ণ করেন। পরে উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাগণ শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতার বিদেহী আতœার মাগফেরাত কামনা করে ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়। বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে আবুল হোসেন তরুন অডিটোরিয়াম চত্বরে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান, সহকারি কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা ও বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী। আলোচনা সভা শেষে জাতির পিতার জন্মদিন উপলক্ষে বিশাল আকৃতির কেক কাটা হয় এবং শিশুদের মাঝে তা বিতরণ করা হয়। পরে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপনে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
Leave a Reply