
লালন স্মরণোৎসবের ২য় দিন অতিবাহিত
কাগজ প্রতিবেদক ॥ জাতীয় সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেছেন, লালন সাঁই জাত-ধর্মের সীমাবদ্ধতার বাইরে মানুষকে সবার উপর তুলে ধরেছেন। লালন সাঁইয়ের বাউল মতবাদ আজ বিশ্বে সর্বাজনীন হয়ে উঠেছে। বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের স্মরণোৎসবে আত্মশুদ্ধির উদাসীর টানে দেশ-বিদেশের বাউল-ফকিরবৃন্দরা ছুটে আসে এই আখড়া বাড়ীতে। এই মহাজ্ঞানী বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের সৃষ্টির কৃর্তি আজ আর কুষ্টিয়ার কুমারখালির ছেঁউড়িয়ার আখড়াবাড়ীর মধ্যে আবদ্ধ নেই। লালন সাঁইয়ের সৃষ্টি বিশ্বে সার্বজনীন হয়ে উঠেছে। এজন্য লালনের এই পূণ্যভূমি কুমারখালির সন্তান হিসেবে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি।
গতকাল বুধবার রাতে ছেঁউড়িয়ার আখড়া বাড়ীতে লালন একাডেমির আয়োজনে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের স্মরণোৎসবের ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার ২য় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের অমরত্বের জন্যই কুষ্টিয়ার ছেউড়িয়া এখন বিশ্ব মরমীর তীর্থ কেন্দ্রে পরিনত হয়েছে। লালন একাডেমিকে আরো যুগোপযোগী আধুনিক করে তুলতে খুব শীঘ্রই ছেউড়িয়ায় লালন সাঁইয়ের আখড়াবাড়ি চত্বরে লালন কমপ্লেক্স ও ফকলোর ইন্সটিটিউট প্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও তিনি আলোচকদের দাবী প্রেক্ষিতে ভারতের শান্তিনিকেতনে রক্ষিত লালন সাঁইয়ের প্রধান শিষ্য ভোলাই সাঁই লিপিবদ্ধ লালনের গানের পান্ডলিপি ফিরিয়ে আনতে জেলা প্রশাসককে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। সেই সাথে কর্মচারী-কর্মকর্তাদের বেতন ভাতা সহ সাধুদের সাধনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ঘোষনা দেন তিনি। যেখানে লালনের গানের স্মরলিপি সহ তাঁর আধ্যাত্মিকতা সম্পর্কে বিস্তারিতভাবে জানা যাবে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী মোঃ মনিরুজ্জামান, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিশিষ্ট লালন গবেষক গাজী মঞ্জুরুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার সভাপতি আলম আরা জুই। প্রধান আলোচক ছিলেন দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আবদুর রশীদ চৌধুরী ও আলোচক ছিলেন আমানুর আমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাসরিন বানু ও লালন একাডেমির এ্যাডহক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন লালন একাডেমির এ্যাডহক কমিটির সদস্য সেলিম হক।
আলোচনা শেষে অতিথিদের কুষ্টিয়া লালন একাডেমীর পক্ষ থেকে ফুলের তোড়া, আত্মশুদ্ধির প্রতীক একতারা ক্রেষ্ট উপহার ও উত্তোরীয় পরিয়ে দিয়ে বরণ করে নেন।
দ্বিতীয় পর্বের সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন লালন একাডেমীর সাবেক সদস্য বাউল আব্দুল কুদ্দুস। সঙ্গীত পরিবেশন করেন সমির বাউল। গভীর রাত পর্যন্ত চলে এই সংগীত পরিবেশন। স্মরণোৎসব অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনা ও পরিচালনা করেন ফারহানা আখতার ও কনক চৌধুরী।
Leave a Reply