যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজের দুই সাংবাদিক পিয়েরে জাকরজেউস্কি ও ওলেকসান্দ্রা কুভশিনোভা ইউক্রেনের রাজধানী কিইভের প্রান্তে হামলার সময় গুলিতে মারা গেছেন।
মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, সোমবার কিইভের প্রান্তে সাংবাদিকদের বহনকারী গাড়িটি হামলার কবলে পড়ে এবং ফক্স নিউজের আলোকচিত্র সাংবাদিক পিয়েরে জাকরজেউস্কি ও ইউক্রেনের সাংবাদিক ওলেকসান্দ্রা কুভশিনোভা গুলিতে মারা যান বলে নিশ্চিত করেছে তাদের প্রতিষ্ঠান এবং ইউক্রেন কর্তৃপক্ষ।
কিয়েভের কাছের শহরতলী হোরেনকাতে হামলার মুখে পড়ে পিয়েরে ও ওলেকসান্দ্রাকে বহনকারী গাড়িটি। ওই একই গাড়িতে তাদের সঙ্গে ছিলেন ফক্স নিউজের সংবাদদাতা বেনজামিন হলও, যিনি হামলায় আহত হয়ে ইউক্রেনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি ফক্স নিউজ।
পিয়েরে জাকরজেউস্কি ফক্স নিউজের একজন অভিজ্ঞ সাংবাদিক ছিলেন, যিনি এর আগেও অনেকগুলো যুদ্ধক্ষেত্রে সংবাদ সংগ্রহে নিয়োজিত ছিলেন। ফেব্রুয়ারি থেকে তিনি ইউক্রেনে ছিলেন এবং সেখানকার পরিস্থিতির ওপর সংবাদ সংগ্রহ করছিলেন।
আলেকসান্দ্রা কুভশিনোভা ছিলেন একজন স্থানীয় সাংবাদিক যিনি ফক্স নিউজের রিপোর্টিং দলের সঙ্গে কাজ করছিলেন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে।
সহকর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় ফক্স নিউজের প্রধান নির্বাহী সুজান স্কট লিখেছেন, “এটা একটা হৃদয় বিদারক দিন। পিয়েরে ছিলেন একজন যুদ্ধক্ষেত্রের চিত্রগ্রাহক যিনি ফক্স নিউজের জন্য ইরাক থেকে আফগানিস্তানে, সেখান থেকে সিরিয়ায় – প্রায় সব আন্তর্জাতিক সংবাদের পেছনে ছুটেছেন।”
ইউনেস্কোর মহাপরিচালক অদ্রে আজোলি মঙ্গলবার এই হামলার নিন্দা জানিয়ে লিখেছেন, “আন্তর্জাতিক মানবাধিকার বজায় রাখার আহ্বান জানাচ্ছি, যাতে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা যায়।”
এরআগে রোববার যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক ব্রেন্ট রেনাউড (৫০) কিইভের শহরতলীতে সংবাদ সংগ্রহের সময় গুলিতে নিহত হন।
Leave a Reply