ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন পৌঁছে গেছে পোল্যান্ডের দোরগোড়ায়। তবে কী ‘পুতিন যুদ্ধ’ পোল্যান্ডেও ছড়িয়ে পড়বে? এমন শঙ্কায় এখন শ্বাসরুদ্ধকর এক অবস্থায় আছে দেশটি।
ইউক্রেইন যুদ্ধ পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে পোল্যান্ডবাসীদের কপালে চিন্তার ভাঁজ দেখা দেওয়াই স্বাভাবিক।
সংস্কৃতি ও ভাষার মিল এবং পারিবারিক বন্ধন থাকার কারণে ইউক্রেইন থেকে সবচেয়ে বেশি শরণার্থী পোল্যান্ডে গেছে। জাতিসংঘের দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, এ সংখ্যা ১৭ লাখের বেশি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এবারই প্রথম এতবড় শরণার্থী সংকট দেখছে। পোল্যান্ডই ইউক্রেইনের শরণার্থীদের আশ্রয় দিতে সবার আগে এগিয়ে এসেছে।
শরণার্থীদের কেউ কেউ পোল্যান্ড ছাড়িয়ে ইউরোপের অন্যান্য দেশে চলে গেছেন বা চলে যাওয়ার ইচ্ছা আছে। কিন্তু বেশিরভাগই পোল্যান্ডে থেকে যেতে চান। ফলে গত দুই সপ্তাহে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-তে জনসংখ্যা এক লাফে ১৫ শতাংশ বেড়ে গেছে।
তবে পোল্যান্ডের জন্য চিন্তার মূল কারণ কেবল এটিই নয়। তারা চিন্তিত ইউক্রেইনের সঙ্গে তাদের সীমান্তবর্তী সামরিক ঘাঁটির কাছে রাশিয়ার হামলা নিয়েও।
বিবিসি জানায়, রাশিয়া এরইমধ্যে পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে ইউক্রেইনের ইয়াভোরিভ শহরের একটি সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত শনিবার ও রোববার সেখানে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা হিসেবে অ্যালার্ম বেজেছে।
রাজধানী ওয়ারশ’র মেয়র এবং পোল্যান্ডের প্রভাবশালী নেতা রাফাল ত্রাজসকভস্কি বলেন, তার দেশ আতঙ্কিত নয়। কিন্তু জনগণ প্রশ্ন তুলতে শুরু করেছে। বিশেষ করে পোল্যান্ড সীমান্তের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা এবং নেটো রাশিয়ার সম্ভাব্য রাসায়নিক হামলার বিষয় নিয়ে আশঙ্কা প্রকাশ করার পর।
শরণার্থী সংকট নিয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলেও মত দেন তিনি। রাফাল মনে করেন, বিভেদ সৃষ্টি করে পশ্চিমকে দুর্বল করে দেওয়াও প্রেসিডেন্ট পুতিনের আরেক লক্ষ্য।
তিনি বলেন, ‘‘পুতিন মিথ্যা খবর, ভুয়া তথ্য অথবা শরণার্থী সংকট ছড়িয়ে খুশি হন।” মেয়র সতর্ক করে বলেন, ‘‘যদি শরণার্থীর সংখ্যা আরও বেড়ে যায় তবে পোল্যান্ডের সিস্টেমে ধস নামবে।” তিনি ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের কাছে কার্যকর সাহায্য, আর্থিক সহায়তা এবং শরণার্থীদের অন্যান্য দেশে আশ্রয়ের ব্যবস্থা করার আহ্বান জানান।
ইইউ জানিয়েছে, পুরো ব্লক ইউক্রেইনের শরণার্থীদেরকে স্বাগত জানাচ্ছে। শরণার্থীদের জন্য তারা পোল্যান্ডে আরও তহবিল পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছে।
পূর্ব ইউরোপও কি হুমকিতে?
পোল্যান্ড বছরের পর বছর ধরে পশ্চিমাদের সতর্ক করে বলেছিল, রাশিয়া নিজেদের পক্ষে ইউরোপে ক্ষমতার ভারসাম্য আনার পরিকল্পনা করেছে। সে সময় পোলিশ নেতাদের বিপদজনক বলে তাদের সতর্কবার্তা উড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন আর সে পরিস্থিতি নেই।
সোমবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেইনের সেনাদের পশ্চিমা সমর্থন প্রয়োজন এবং এটা তাদের প্রাপ্য।
তিনি জোর দিয়ে বলেন, ‘‘ইউক্রেইনের সেনারা শুধু তাদের নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করছে না। তারা তাদের পূর্ব ইউরোপীয় প্রতিবেশী দেশগুলোর স্বাধীনতার জন্যও লড়াই করছে।”
তিনি ইউক্রেইনে পুতিনের আক্রমণকে তার পূর্বনির্ধারিত ভূ-রাজনৈতিক পরিকল্পনার একটি অংশ বলেও বর্ণনা করেছেন।
‘পোল্যান্ডের নেতারা কমিউনিস্ট পরবর্তী রুশোফোবিয়ায় (রাশিয়ার হামলার ভয়ে আতঙ্কিত) ভুগছেন’ নেটো জোটের মধ্যে তাদের এতদিন এভাবেই দেখা হত। যে কারণে পোল্যান্ডের গুরুত্ব ছিল না, দেশটিকে সাইড-লাইনেই রাখা হত।
কিন্তু এখন সেই পোল্যান্ডই নেটোর পূর্বাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সংযোগস্থল হয়ে উঠেছে। বিশেষ করে পশ্চিমা ও ইউক্রেইনের মধ্যে যোগাযোগ চেইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখন পোল্যান্ড।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করতে পশ্চিমা দেশগুলো যেসব অস্ত্র ইউক্রেইনে পাঠাচ্ছে তার বেশিরভাগ চালানই আসছে পোল্যান্ড হয়ে। গত রোববার রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইউক্রেইনের ভেতর অস্ত্রের ওইসব বহরে তারা ‘হামলা চলাবে’।
ইউক্রেইনের ভেতর হামলা চালানোর কথা তো রাশিয়া সরাসরিই বলেছে। কিন্তু অস্ত্রের চালানগুলো যখন পোল্যান্ডের ভেতর দিয়ে আসবে তখন কী সেগুলো রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হবে?
ইউরোপীয় ইউনিয়নের সদস্য পোল্যান্ড। বিশেষ করে তারা নেটো জোটেরও সদস্য। উভয় সংস্থাই তাদের সদস্য কোনও দেশে হামলা হওয়া মানে জোটের সব দেশের উপর হামলা হওয়া বলে বিবেচনা করে।
এর অর্থ রাশিয়া যদি পোল্যান্ডে হামলা করে তবে সেটা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ নেটো জোটের সব দেশে হামলার সামিল হবে। মস্কো নিশ্চয়ই এটা করতে চাইবে না। পশ্চিমা বিশ্বও অবশ্যই এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া এড়াতে চায়।
Leave a Reply