চাল,ডাল,চিনিসহ ভোজ্যতেল ও গ্যাস- বিদ্যুৎ, পানি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিসহ পাহারসম গণতান্ত্রিক বৈষম্যে মুক্তির দাবিতে আগামী ২৮মার্চ বাম গণতান্ত্রিক জোট আহুত অর্ধদিবস (সকাল ৬টা -দুপুর ১২টা) সফল করার আহ্বানে পথসভা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়স্থ স্বাধীনতা ভাস্কর্য চত্বরে কমরেড শফিউর রহমান শফির সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনজীবনে নেমে আসা নাভিশ^াস থেকে রক্ষার দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কমরেড আশরাফুল ইসলাম, বাসদ এর জেলা কমিটির সদস্য কমরেড জামাল উদ্দিন খান,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক লাবনী সুলতানা প্রমুখ নেতৃবৃন্দ। এসময় বক্তারা, বর্তমানে দেশব্যাপী জনজীবনে নিত্য প্রয়োজনীয় সকল প্রকার দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা আরও বলেন ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করতে গিয়ে সরকার জনগণকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের নামে ভোটতন্ত্র জারি রাখলেও এখন আর জনগণের ভোটের প্রয়োজন নেই সরকারের। আর সেকারণেই সরকার জনগণের সাথে এরকম স্বৈরাচারী গণবিরোধী আচরণ করার সাহস পাচ্ছে। জনগণের পক্ষের আইন বা নীতির বাইরে গিয়ে ব্যবসায়ী – পুঁজিপতিদের স্বার্থের আইন সংসদে পাশ হচ্ছে। নেতৃবৃন্দ এই লুটেরা পুঁজিপতি সরকারের বাইরে জনগণের পক্ষের শক্তি, শ্রমজীবী মানুষের পক্ষের শক্তি , যারা জনগণের দাবি আদায়ের সংগ্রামে রাজপথে আছে জনগণকে তাদের সারিতে এসে দাড়ানোর আহবান জানান। সেই সাথে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোট আহুত অর্ধদিবস হরতালকে সফল করার আহ্বান করেন নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply