কুমারখালী প্রতিনিধি ॥ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে কুমারখালী সরকারি কলেজে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল থেকে কলেজ চত্বরে আলোচনা সভা, মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা উপস্থাপন, পাঠনাট্য মঞ্চায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র মো. সামছুজ্জামান অরুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, সাবেক অধ্যক্ষ মো. শরীফ হোসেন, মহিলা পরিষদ সভাপতি মমতাজ বেগম ও বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কুমারখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কুমার সরকার। আলোচনা সভা শেষে কুমারখালী ইতিহাস-ঐতিহ্য সংস্কৃতি পরিষদের পরিবেশনায় কবি ও নাট্যকার লিটন আব্বাদের গ্রন্থনা ও নির্দেশনায় ড. সামছুজ্জোহা স্মরণে পাঠনাট্য “আত্মাহুতি” মঞ্চায়িত হয়। পরে কলেজ শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply