কাগজ প্রতিবেদক ॥ আগামী ২১ মার্চ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। শনিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এদিকে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হলেও শেষ হয়নি ভর্তি প্রক্রিয়া। চতুর্থ মেধাতালিকা ভর্তি শেষেও তিন ইউনিটে আরবী সাহিত্য ও চারুকলা বিভাগ বাদে এখনো ৪৬৮টি আসন খালি রয়েছে। রোববার (১৩ মার্চ) থেকে প্রকাশিত পঞ্চম মেধাতালিকা থেকে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার শেষে সোমবার (১৪ মার্চ) শেষ হবে তাদের ভর্তি প্রক্রিয়া। এরপরও আসন খালি থাকলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরের ধাপ মেধাতালিকা প্রকাশ করবে বলে জানা গেছে।
Leave a Reply