আর্জেটাইন-কিউবান বিপ্লবী গেরিলা আর্নেস্তো চে গুয়েভারাকে হত্যাকারী বলে দাবিদার মারিও তোরান সালাজার-এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) মধ্যরাতে আশি বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বলিভিয়ার পূর্বাঞ্চলের সান্তা ক্রুজ লা সিয়ারায় তার মৃত্যূ হয় বলে জানিয়েছে স্বজনরা। খবর এফপির।
তোরানের ছেলে বলেন, প্রোস্টেট ক্যানসারে তার বাবার মৃত্যু হয়েছে। তিনি অসুস্থ ছিলেন।
ওই সেনা দাবি করেছিলেন, ১৯৬৭ সালে একটি স্কুলের মধ্যে আহত চে গুয়েভারাকে তিনি হত্যা করেছেন। ৫৪ বছর আগে বলিভিয়ার জঙ্গলে তিনি চে গুয়েভারাকে আটক করেন। দুই কিউবান-আমেরিকান সিআইএ গোয়েন্দা তাকে সহায়তা করেন।
১৯৬৭ সালের ৮ অক্টোবরের ঘটনা এটি। ঠা-াযুদ্ধের সময়ের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের রহস্যময়ী ব্যক্তি ছিলেন চে গুয়েভারা। যুদ্ধ, ক্ষুধা ও রোগ থেকে বেঁচে যাওয়া একদল গেরিলার প্রধান ছিলেন এই বিপ্লবী। আহত হওয়ার পর তাকে লা হিগুয়েরা শহরের একটি পরিত্যক্ত স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তার শেষ রাত কাটে।
তোরান জানিয়েছিলেন, তাকে হত্যা করতে মারিও তোরানকে অনুমোদন দিয়েছিলেন বলিভিয়ার কমিউনিস্টবিরোধী প্রেসিডেন্ট রেনে ব্যারিয়েন্টোস। মারিও তোরান সেসময় বলেছিলেন, ওটা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ সময়। তখন চে গুয়েভারাকে আমার কাছে অনেক বড় মনে হয়েছিল। তার চোখ দিয়ে উজ্জ্বল আলো বের হচ্ছিল। আমার মনে হয়েছে, তিনি আমার থেকে অনেক ওপরে। তার দিকে যখন তাকালাম, তখন আমার মাথায় ঝিম ধরে গেছে। এরপর চোখ বন্ধ করে আমি তাকে গুলি করলাম।
Leave a Reply