পাবনা প্রতিনিধি ॥ পাবনায় শেষ হয়েছে একুশ দিনব্যাপী বই মেলা। শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এই মেলা শুরু হয় গেল ২০ ফেব্রুুয়ারি। শুক্রবার রাতে মেলা সমাপনি দিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল। একুশে বই মেলা উদযাপন পরিষদের সভাপতি কমরেড জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান স্বপনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পাবনা নাগরিক মঞ্চের সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস, সহসভাপতি সুলতান আহম্মেদ বুড়ো, লালন পরিষদের সভাপতি রেজাউল করিম মনি, লেখক ও সমাজসেবক আফতাব আলী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিষ্টার ফারহান ফাহিম। বক্তারা বই পড়ার প্রতি অভ্যাস গড়ে তুলতে গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলার সমাপনি দিনে যুব পাঠশালা স্টলের বাহার ইসলাম জানান, মেলায় সব মিলে প্রায় ৬ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। এর মধ্যে শিশুরা বেশি বই কিনে সংগ্রহ করেছে। সকল বয়সের মানুষর পাশাপাশি তরুণ তরুণীরাও অনেক বই কিনেছেন।
Leave a Reply