রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেন সরকারের কর্মকা- পরিচালনা, বেতন-ভাতা ও পেনশন পরিশোধের মত কাজে সহায়তায় ৭২ কোটি ৩০ লাখ ডলার ঋণ ও অনুদান হিসেবে দিচ্ছে বিশ্ব ব্যাংক।
সোমবার এই তহবিল অনুমোদনের পর বিশ্ব ব্যাংক এক বিবৃতিতে বলেছে, তাদের আগের একটি ঋণের সম্পূরক হিসেবে এই প্যাকেজে রয়েছে ৩৫ কোটি ডলারের ঋণ। নেদারল্যান্ডস ও সুইডেনের অর্থায়নের প্রতিশ্রুতি পাওয়ার পর এই ঋণের পরিমাণ ১৩ কোটি ৯০ লাখ ডলার বাড়ানো হয়েছে।
এছাড়া ১৩ কোটি ৪০ লাখ ডলার অনুদান হিসেবে পাচ্ছে ইউক্রেইন, যা ট্রাস্ট ফান্ডের অংশ হিসাবে যুক্তরাজ্য, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং আইসল্যান্ড থেকে আসছে।
ইউক্রেইনের জন্য এসব দেশের অনুদান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। এ ছাড়া জাপান আলাদাভাবে ১০ কোটি ডলার অর্থায়ন করছে।
বিশ্ব ব্যাংকের একজন মুখপাত্র বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে এই তহবিল ইউক্রেন সরকারের কাছে হস্তান্তর করা যাবে বলে তারা আশা করছেন।
এই বাজেট সহায়তার ঋণ কীভাবে ব্যয় করা হবে সে বিষয়ে কোনো শর্ত দেওয়া হয়নি। তবে বিশ্ব ব্যাংক বলেছে, এই সহায়তা ইউক্রেন সরকারকে গুরুত্বপূর্ণ সেবা প্রদান, হাসপাতালের কর্মীদের বেতন, পেনশন তহবিল ও সামাজিক কর্মসূচি চালিয়ে যেতে সাহায্য করবে বলে তারা আশা করছে।
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এক বিবৃতিতে বলেন, “রাশিয়ার আগ্রাসনের কারণে সৃষ্ট সহিংসতা এবং চরম বিপর্যয়ের মুখে ইউক্রেন ও এর জনগণকে সহায়তা করার জন্য বিশ্ব ব্যাংক গ্রুপ দ্রুত পদক্ষেপ নিচ্ছে।
“বিশ্ব ব্যাংক গ্রুপ ইউক্রেন এবং ওই অঞ্চলের জনগণের পাশে দাঁড়িয়েছে। এই সংকটের সুদূরপ্রসারী মানবিক ও অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় অনেকগুলো পদক্ষেপ আমরা নিচ্ছি, যার শুরুতে এই ঋণ-অনুদান অনুমোদন করা হল।”
আগামী মাসগুলোতে ইউক্রেনের জন্য আরও ৩ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ জোগাড়ের জন্য কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেছে বিশ্ব ব্যাংক।
এ ছাড়া নারী, শিশু ও বয়স্কসহ যে ১৭ লাখের বেশি ইউক্রেনীয় শরণার্থী প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় দিচ্ছে, তাদের জন্য অতিরিক্ত সহায়তা দিতে বিশ্ব ব্যাংক কাজ করছে।
Leave a Reply