কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাসুদ রানা (২৮) নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকাল ৪.৩০ ঘটিকার সময় তারাগুনিয়ায় এই ঘটনা ঘটে। জানা যায়, গতকাল রবিবার আহত মাসুদ রানার ভাগ্নে সিয়াম (৮) তারাগুনিয়া ফুটবল ফিল্ডে ওয়াজ মাহফিল শুনতে যায়। সেখানে তারাগুনিয়া এলাকার আনজিল এর ছেলে বকুল (৪৫) মাসুদের ভাগ্নেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধর করে। পরে সিয়ামকে তারাগুনিয়ায় প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এই বিষয়ে মাসুদ রানা বকুলকে জিজ্ঞাসা করলে বকুল ক্ষিপ্ত হয়ে মাসুদ রানাকে গালিগালাজ করে ও তাকে ধরে নিয়ে তার বাড়ির সামনে নিয়ে যায়। সেখানে আগে থেকেই প্রস্তুত থাকা আনজিলের ছেলে স্বপন (৪০), লায়ন (৩৩), রিপন হোসেন (৩৫), হাসান (৩০), বকুলের ছেলে বাপ্পি (২৬) সহ আরো ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি রামদা, হাসুয়া, লোহার রড, হাত কুড়াল, চাপাতি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি ভাবে মাসুদ রানাকে মাথায় আঘাত করে গুরুতর যখম করে। তার হাত ও পিঠে কুপাতে থাকে। সেই সময় মাসুদ রানার দুই ভাই রাজু ও রাজা তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও মারধর করে রাজার পায়ের লিগামেন্ট কেটে দেওয়া হয়। তাদের চিৎকারে আশে পাশের লোকজন এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত মাসুদ রানার বড় ভাই নুরুজ্জামান জানান, আমার ভাইকে ডেকে নিয়ে গিয়ে বকুল ও তার ভাইয়েরা মিলে হত্যার উদ্যেশ্যে আমার ভাইকে কুপিয়েছে। আমার আরো দুই ভাই তাদের বাচাতে গেলে তাদেরও গুরুতর ভাবে আহত করেছে। বর্তমানে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপতালে ভর্তি করার পর বকুল ও তার ভাইয়েরা সবাই আমাদের হত্যা সহ বিভিন্ন হুমকী দিয়ে আসছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ জমা দেওয়ার প্রস্তুতি চলছিলো।
Leave a Reply