কুমারখালী প্রতিনিধি ॥ জাতির পিতা বাঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ও স্মরণের মধ্যদিয়ে কুমারখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় শহরের রেলস্টেশন সংলগ্ন জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান- শিক্ষার্থী সহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জাতির পিতার ম্যুরালে প্রথমে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান ও উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল শ্রদ্ধা নিবেদন করেন এবং পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ম্যুরাল চত্বরে জাতির পিতা ও তাঁর পরিবারের নিহত সদস্য, জাতীয় চার নেতা সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আতœার মাগফেরাত কামনাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও দেশ জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে আবুল হোসেন তরুন অডিটোরিয়াম মিলনায়তনে ৭ই মার্চ উদযাপনের কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি উপভোগ করা হয়। সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিক, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশীদ, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা, কুমারখালী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিনয় কুমার সরকার বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী প্রমুখ। আলোচনা সভা শেষে ৭ই মার্চের ভাষণ, আবৃত্তি, সংগীত ও নৃত্য প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ আয়োজনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনে উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচী বাস্তবায়নে সকলের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
Leave a Reply