গ্রামীণ পটভূমিতে নির্মিত ধারাবাহিক নাটক ‘বউ বিরোধ’ এরই মধ্যে দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। ধারাবাহিকের আরেকটি লটের শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেত্রী ফারজানা ছবি, নাদিয়া আহমেদ ও নায়মা আলম মাহা।
রাজধানীর তিনশ ফুট এলাকার একটি শুটিং হাউসে এ ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। ছবি, নাদিয়া ও মাহা এ ধারাবাহিকের তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
শিল্পীরা জানান, এ ধারাবাহিকে অভিনয়ের জন্য তারা তিনজনই বেশ সাড়া পাচ্ছেন।
নাটকটির প্রচার শুরু হয়েছিল ২০২০ সালের শেষের দিকে। এখনও ধারাবাহিকটির প্রচার চলছে শুধুমাত্র দর্শকপ্রিয়তার বিবেচনা মাথায় রেখে। নাটকটি রচনা করেছেন রুহুল আমিন পথিক, নির্মাণ করেছেন সোহাগ কাজী।
শুরুতে এ নাটকের নাম ‘বউ বিরোধ’ থাকলেও পরবর্তীতে নাটকের নাম রাখা হয় ‘বউ বিরোধের গল্প’। এই নাটকে লাভলী চরিত্রে ছবি, টুনি চরিত্রে নাদিয়া এবং জ্যোৎস্না চরিত্রে মাহা অভিনয় করছেন।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘এ নাটকে যারা কাজ করছেন, প্রত্যেকেই অভিনয়ে অভিজ্ঞ। যে কারণে কাজ করতে ভালো লাগছে। আর নাদিয়া ও মাহা দুজনই অসাধারণ অভিনয় করে। নাদিয়া তো পরীক্ষিত অভিনেত্রী, দর্শকের প্রিয় অভিনেত্রী। অন্যদিকে মাহা নতুন হলেও এখন বেশ ভালো করছে। দুজনের জন্য আমার শুভ কামনা। আর দুজনকে আমি খুব ভালোবাসি।’
নাদিয়া আহমেদ বলেন, ‘মাঝখানে এ ধারাবাহিকে অভিনয়ে আমার বিরতি ছিল। আবার কাজ শুরু করেছি। ছবি আপু একজন ডেডিকেটেড শিল্পী। তিনি তার চরিত্রটি বুঝে মন দিয়ে অভিনয় করার চেষ্টা করেন সব সময়। ছবি আপুর মতো সহশিল্পী থাকলে আমার নিজেরও কাজ করতে ভালো লাগে। আর মাহা আমার আদরের ছোট বোন। পরিচালকদের কাছে এরই মধ্যে সে নিজেকে নির্ভরশীল করে তুলেছে, যে কারণে বেশ ভালো নাটকে কাজ করছে।’
Leave a Reply