আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণাজয়ন্তী-২০২২ উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারন ও বীরত্বগাঁথা,” মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” সম্পর্কে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার আফতাব উদ্দিন খান, সাবেক কমান্ডার নজরুল করিম, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামসেদ আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ফরিদ, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একলিমুর রেজা সাবান জোয়ার্দ্দার, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান জন, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মামুন, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আনন্দ কুমার কুন্ডু, মিরপুর সোনালী ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক শাহিন উদ্দিন, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, সুলতানপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ. ন. ম. ফজলুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে মিরপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply