নড়াইল প্রতিনিধি ॥ মুজিব বর্ষে অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে বুধবার সকাল ১০টায় জেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।র্যালীতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান,পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা নির্বাচন কর্মকর্তা মো: আবুল হোসেন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা মো: ইব্রাহিম আল মামুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। জেলা নির্বাচন অফিসের সামনে থেকে র্যালীটি শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা নির্বাচন কর্মকর্তা মো: আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।আলোচনা সভা শেষে ভোটার হওয়া সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নির্বাচন অফিসের কর্মকর্তারা।
Leave a Reply