মজুত রাখায় ও বেশি মূল্যে তেল বিক্রি ও
কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ রাখায় ও অতিরিক্ত মূল্যে ভোক্তাদের নিকট বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম কুমারখালী পৌর বাজারে পৃথক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ব্যবসায়ী মোস্তাক হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। অন্যদিকে, পৃথক অভিযানে ব্যবসায়ী সাহেব আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ২৭ ধারা মোতাবেকক ৩০ হাজার টাকা জরিমানা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে, কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুদ না রাখতে ও অতিরিক্ত মূল্যে তেল সহ নিত্যপ্রয়োজনীয় পন্য বিক্রি বন্ধে মোবাইল কোর্টে পরিচালনার মাধ্যমে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে ব্যবসায়ীদের জানানো হয়েছে।
Leave a Reply