কুমারখালী প্রতিনিধি ॥ “মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার“ এ প্রতিপাদ্য নিয়ে কুমারখালীতে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান। উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যামন মেরিনা পারভীন মিনা, ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার শিরিনা আক্তার বানু, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী ও গণমাধ্যমকর্মী সহ শিক্ষার্থীরা।
Leave a Reply