৩ দফা বাস্তবায়নের দাবিতে
কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ৩ দফা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি। আজ সোমবার দুপুর ৩টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম বলেন, ইসলামী বিশ^বিদ্যালয় কর্মকর্তা সমিতির পক্ষ থেকে সহকারী রেজিস্ট্রার/সমমান পদের প্রারম্ভিক বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা, উপ-রেজিস্ট্রার/সমমান পদের প্রারম্ভিক বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা এবং চাকুরীর অবসর বয়সসীমা ৬২ বছর করার বাতিলকৃত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন যাবত আমরা আন্দোলন করে আসছি। বর্তমানে উক্ত ২টি দাবিসহ কর্মঘন্টা ঠিক রেখে (১দিন ছুটি) পূর্বের ন্যায় অফিস সময় নির্ধারণের দাবিতে আমরা আবারও নিয়মতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারি থেকে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করে আসছি। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের বৃহত্তর স্বার্থে ভর্তি কার্যক্রমসহ ছাত্র-ছাত্রীদের সাথে সংশ্লিষ্ট সকল কার্যক্রম ও জরুরী সেবা প্রদানকারী অফিসগুলো আমরা এ কর্মসূচির বাইরে রেখেছি। তিনি বলেন, আমাদের অত্যন্ত ন্যায়সঙ্গত দাবিসমূহ বাস্তবায়নের জন্য বারংবার প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছি। কিন্তু তা বাস্তবায়িত না হওয়ায় আমরা নিয়মতান্ত্রিক ও শৃঙ্খলার সাথে আন্দোলন শুরু করি। তবে দুঃখজনক হলেও সত্য যে, আমরা যখই আন্দোলন শুরু করি ঠিক তখই কর্তৃপক্ষ আমাদের দাবিসমূহ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে আন্দোলন স্থগিত করিয়েছেন। আমাদের এই দাবিসমূহ অত্যন্ত ন্যায়সঙ্গত হওয়া সত্বেও তা বাস্তবায়িত না হওয়ায় সকল কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। লিখিত বক্তব্যে এমদাদুল আলম আরও বলেন, বর্তমান প্রশাসনের কাছে আমরা বহুবার আমাদের দাবিসমূহ বাস্তবায়নের জন্য লিখিত ও মৌখিকভাবে অনুরোধ জানিয়েছি। ঢাকা বিশ^বিদ্যালয়, রাজশাহী বিশ^বিদ্যালয়, চট্রগ্রাম বিশ^বিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়সহ বেশকিছু বিশ^বিদ্যালয়ে আমাদের এই দাবিকৃত দাবিসমূহ বাস্তবায়িত হওয়ায় বর্তমান প্রশাসন আমাদের এই ন্যায্য দাবির সাথে নীতগতভাবে একমত পোষণ করেন এবং তা বাস্তবায়নের জন্য বারবার দৃঢ়ভাবে প্রতিশ্রুতি প্রদান করেন। এখানে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে, ইসলামী বিশ^বিদ্যালয়েও সহকারী/সমমান পদে কর্মরত সিনিয়র মেডিকেল অফিসার এবং আইসিটি সেলের ডাটাবেজ প্রোগ্রামার ও সহকারী প্রধান কম্পিউটার ইনস্ট্রাক্টর পদের বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬) প্রদান করা হয়েছে। তিনি বলেন, কর্তৃপক্ষের সর্বশেষ দেয়া প্রতিশ্রুতি অনুযায়ি গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৫৪তম সিন্ডিকেট সভায় আমাদের বেতন স্কেল সংক্রান্ত যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা জাতীয় পে-কমিশন কর্তৃক ঘোষিত সরকারী আদেশের পরিপন্থী। তাঁদের এই সিদ্ধান্ত আমাদের জন্য আত্মঘাতী যা কোনভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, আমাদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতির বিবেক। আপনাদের ক্ষুরধার লিখনির মাধ্যমে আপনারাই পারবেন আমাদের এই ন্যায্য দাবিসমূহ জাতির সামনে উপস্থাপন করতে। আশা রাখি আপনারা ব¯ুÍনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। লিখিত বক্তব্য শেষে উন্মোক্ত আলোচনায় অংশ নেন ইবি প্রেস ক্লাবের সভাপতি সরকার মাসুম, প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক আবু হুরাইরা, দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, সদস্য রাকিব হোসেন রেদওয়ান ও কার্যনির্বাহী সম্পাদক আদিল সরকার, ইবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির শুভ, অর্থ সম্পাদক ইমানুল সোহান, প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম ও মুতাছিম বিল্লাহ রিয়াদ এবং ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরতুজা হাসান, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক মোয়াজ্জেম আদন্যান, সদস্য আরিক সাউমুম, ফারহানা তিতলি, শাহীন আলম ও সামী সাদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিদ হাসান মুকুট, সাবেক সভাপতি মোঃ শামছুল ইসলাম জোহা, সাবেক য্গ্মু-সম্পাদক মোঃ রাশিদুজ্জামান খান টুটুল, ইবি কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ এবং ইবি প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটির অন্যান্য সাংবাদিকবৃন্দ।
Leave a Reply