
কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীর কৃতি সন্তান ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এম আবু আহসান বরুন (৯২) আর নেই। গতকাল রবিবার সকাল সাড়ে ৬ টায় কুমারখালী শহরের কুন্ডুপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এম আবু আহসান বরুনের মৃত্যুতে কুমারখালীর সর্বমহলে নেমে আসে শোকের ছায়া। গতকাল বাদজোহর কুমারখালী বড়জামে মসজিদ ঈদগাহ ময়দানে প্রথম নামাজে জানাযা ও গার্ড অব অনার সহ রাষ্ট্রীয় শেষ শ্রদ্ধা জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল তাঁকে রাষ্ট্রীয় শেষ শ্রদ্ধা প্রদান করেন। পরে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হিসাবে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়াও শ্রদ্ধা জানান, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মান্নান খান, পৌরসভার মেয়র মো. সামছুজ্জামান অরুন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোকাদ্দেস হোসেন, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু প্রমুখ। প্রয়াত বীর মুক্তিযোদ্ধ এম আবু আহসান বরুনের জ্যেষ্ঠ পুত্র এম দিপু আহসান জানান, বাদ জোহর কুমারখালী বড় জামে মসজিদে প্রথম নামাজে জানাযা এবং বাদ আছর গ্রামের বাড়ি জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে হাসিমপুর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
এম আবু আহসান বরুন ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় ভুমিকা রাখেন এবং ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। সু-দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থেকে সর্বজন শ্রদ্ধেয় নেতা হিসাবে সুনামের সাথে রাজনীতি করেছেন। তিনি কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব পালন করেছেন। প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধা শিক্ষকতা পেশার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা সহ বহু সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনায় দায়িত্ব পালন করেছেন। কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান বলেন, বরুন ভাই (এম আবু আহসান বরুন) আমাদের রাজনৈতিক অভিভাবক ছিলেন। ভাষা আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। তিনি বয়সে প্রবীণ হলেও রাজনৈতিক কর্মকান্ডসহ রাষ্ট্রীয় জাতীয় দিবসের অনুষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর উপস্থিতি অংশগ্রণ আমাদেরকে অনুপ্রাণিত করতো।
Leave a Reply