কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা চাঁদগ্রামে আওয়ামী লীগ নেতা ও মন্ডল বংশের সিদ্দিকুর রহমান দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়। এর পরবর্তী সময়ে প্রতিপক্ষ মালিথা বংশের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ও এক ইউপি সদস্যসহ ১৬ জনের নামে পৃথকভাবে থানায় অভিযোগ দিয়েছেন চাঁদগ্রাম মধ্য পাড়ার ৪ ক্ষতিগ্রস্ত পরিবার। গত শুক্রবার সন্ধ্যায় বাদী হয়ে ভেড়ামারা থানায় ৪ টি পৃথক অভিযোগ দায়ের করেন চাঁদগ্রামের শেফালী খাতুন, শিল্পী খাতুন, সিমা খাতুন ও ছকিনা খাতুন। লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে ৪ টি পৃথক অভিযোগপত্রে চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির(৫৮), তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মন্ডল বংশের এনামুল হক মন্ডল (৫৫)সহ ওই গ্রামের ১৬ জনকে অভিযুক্ত করা হয়। পৃথক ৪ টি অভিযোগ সূত্রে জানাগেছে, মন্ডল ও মালিথা গোষ্ঠীর মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে ওই গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির, তিন ওয়ার্ডের ইউপি সদস্য ও মন্ডল বংশের এনামুল হক মন্ডল ৯ থেকে ১৬ জন ১৮, ১৯, ২১ ও ২২ফেব্রুয়ারি বিভিন্ন সময়ে বসতঘর ভাংচুর ও লুটপাট করে নগদ টাকা, প্রায় চার লক্ষ টাকার মূল্যের স্বর্ণের গহনা, ফ্রিজ, ফ্যান, ধান, ৬ টি গরু, ঘরের কাঠ ও স্টিলের সমস্ত আসবাবপত্র, ঘর ভেঙে কয়েক লক্ষ টাকা মূল্যের ২১টি স্টিলের দরজা-জানালা লুটসহ মালামাল লুট করে নিয়ে যায়। অভিযোগকারী শেফালী খাতুন বলেন, অভিযুক্তরা আমার বাড়ির তিন লাখ টাকা মূল্যের আসবাবপত্র লুটপাট করেছে। এছাড়াও ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণের গহনা লুট করে নিয়ে গেছে। ইউপি সদস্য ও মন্ডল গোষ্ঠীর এনামুল হক মন্ডল বলেন, আমি সহ আমাদের কেউ লুটপাটে জড়িত নই। লুটপাট করছে চন্ডিপুরের লোক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন লুটপাটে জড়িত ওই যুবকের কাপড় দিয়ে মুখঢাকা। সে ঘটনাস্থলে সে আমার নাম লোক এ কথা বলে ফাঁসানো ও অপবাদ দেওয়ার চেষ্টা করছে। সে আমার লোক নয়। চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির জানান, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। মধ্য পাড়ায় লুটপাটের ঘটনা ঘটেনি। পুলিশ প্রশাসন ৭ স্থানে দায়িত্ব পালন করছে। এরমধ্যে গরু, ছাগল, মালপত্র নিয়ে যাবে কোথায়। দুই একটি ঘটনা চরপাড়ায় হয়েছে শুনেছি। তাছাড়া শুক্রবার পর্যন্ত লুটপাটের ঘটনা আমার জানামতে ঘটেনি। গ্রামের সব মানুষ আমাদের নয়। তৃতীয় পক্ষ এ ঘটনার সুযোগ নিচ্ছে। চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, অন্তত ৫০টি পরিবার বাড়িছাড়া। ১৮ এপ্রিল থেকে মালিথা ও প্রামানিক বংশ ও তার অনুগতসহ সাধারণ মানুষের বাড়িতে লুটপাট শুরু হয়। ওই গ্রামে ৩৫ থেকে ৪০টি বাড়িতে লুটপাট করা হয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। লুটপাট ঘটনায় সুষ্ঠু নিরেপক্ষ তদন্তের দাবি জানান তিনি। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাঁদগ্রাম মধ্য পাড়া গ্রামে গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) প্রতিপক্ষের গুলিতে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান মন্ডল নিহত হয়। এ ঘটনায় পরদিন মামলা হয়। হত্যার ঘটনা ও মামলার পর থেকেই গ্রেফতার আতঙ্কে পুরুষশুন্য হয়ে পরে ৪০ থেকে ৫০টি পরিবার। এরমধ্যে মালিথা গোষ্ঠীসহ তাদের স্বজনরা বাড়ি ঘর ছেড়ে চলে যায়। এ সুযোগে একদল দুষ্কৃতকারী ৩৫ থেকে ৪০টি বাড়িতে নগদ টাকা স্বর্ণের গহনা, গরু, ছাগল, ঘরের সমস্ত আসবাবপত্র, ফ্রিজ, টিভি, বাড়ির স্টিলের দরজা জানালা এমনকি জামা কাপড়সহ সর্বস্ব লুট করে নিয়ে যায়।
Leave a Reply