1. nannunews7@gmail.com : admin :
September 19, 2024, 1:28 am

বিডিআর বিদ্রোহের সঙ্গে তারেক রহমানের যোগসুত্রতা আছে তদন্তে বেরিয়ে আসবেঃ মাহবুবউল আলম হানিফ এমপি

  • প্রকাশিত সময় Saturday, February 26, 2022
  • 148 বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় পুলিশ লাইনে মুজিববর্ষ উপলক্ষ্যে কাবাডি প্রতিযোগীতার উদ্ধোধন

কাগজ প্রতিবেদক ॥ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন,সরকার গঠনের মাত্র ৫০ দিনের মাথায় এ হত্যাকান্ড ঘটানো হয়েছিল। সেটা কোন উদ্দেশ্যে। বিডিআর বিদ্রোহের সঙ্গে তারেক রহমানের যোগসুত্রতা আছে তা তদন্তে বেরিয়ে আসবে। আজ সকালে কুষ্টিয়া পুলিশ লাইনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত কাবাডি প্রতিযোগীতার উদ্ধোধনী অনুষ্টানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পিলখানা হত্যাকান্ড একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্যের প্রেক্ষিতে মাহববুউল আলম হানিফ এমপি বলেন, এ হত্যাকান্ড চলাকালে লন্ডন থেকে তারেক রহমান একাধিকবার বেগম খালেদা জিয়াকে বাসা থেকে সরে যেতে বলেন। খালেদা জিয়া ওই দিন তড়িঘড়ি করে একটি সাদা রঙ্গের কালো গ্লাসের গাড়িতে চড়ে দুদিন আত্মগোপনে চলে যান। কেন তারেক রহমান সেদিন তার মাকে বার বার বাসা থেকে সরে যেতে বলেছিল। কেন খালেদা জিয়া সেদিন বাসা থেকে বেরিয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন। এটাও জানার প্রয়োজন আছে। কারণ এ ঘটনার সাথে পিলখানা হত্যাকান্ডের একটা যোগসুত্র খুঁজে পাওয়া যায়। আমরাও দাবী করে তদন্ত করলে এই হত্যাকান্ডের সঙ্গে বিএনপির যোগসুত্র খুঁজে পাওয়া যাবে। তিনি বলেন, আমারও আশা করি এই হত্যাকান্ডের সঙ্গে তারেক রহমান ও বিএনপির একটা ষড়যন্ত্র আছে, যেটা উন্মোচিত হওয়া প্রয়োজন। পরে পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের সভাপতিত্বে খেলাপর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, কাবাডি খেলার সাথে আমাদের বাঙ্গালীর দারুন মিল রয়েছে। কাবাডি খেলায় যেমন এক কোট থেকে অপরের কোটে গেলে তাকে সকলে মিলে ঝাপটে ধরে রাখা হয় যাতে সে কোন ভাবেই তার নিজ কোটে ফিরে যেতে না পারে। এটি আমাদের বাঙ্গালীর অনেকের ব্যক্তি জীবনে একজন কোন ভাবে উপরে উঠলে তাকে যেভাবে হোক নিচে নামানোর চেষ্টা করা হয়। তাই আমি মনে করি কাবাডি খেলাটা আমাদের বাঙ্গালী জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে এটি খেলার মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত, ব্যক্তি বা রাজনৈতিক জীবনে না করার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জজ, জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সমুন, আমজাদ হোসেন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি জেলা পুলিশের ৭টি থানার কাবাডি দলের অংশগ্রহনে কাবাডি প্রতিযোগীতার উদ্ধোধন করেন। এর আগে পুলিশ লাইনে একটি বর্ণাড্য র‌্যালী, কেক কাটা  ও পায়রা-বেলুন উড়িয়ে দিনব্যাপী প্রতিযোগীতার উদ্ধোধন করেন। পরে দুপুর ১টায় কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদী মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্ধোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640