ভেড়ামারা প্রতিনিধি ॥ জাসদ কর্তৃক আওয়ামীলীগ নেতা সিদ্দিক হত্যার মিথ্যা ও ভিক্তিহীন মনগড়া বিবৃত্তির প্রতিবাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য তুলে ধরেন, বাংলাদেশ আওয়ামীলীগ চাঁদগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মোঃ বুলবুল কবির, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ জোয়ার্দ্দার। গত ২২/০২/২০২২ইং তারিখে জাসদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক এক বিবৃত্তিতে বলেন, আব্দুল আলিম স্বপন ও আব্দুল হাফিজ তপনকে মিথ্যা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যুক্ত করার কথা উল্লেখ করা হয় বলে জানান। তারা বলেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও শিরিনা আক্তার মিথ্যা কথা বলেছেন। আব্দুল আলীম স্বপন ও আব্দুল হাফিজ তপন সহ ৩০/৩২ জন আসামী প্রকাশ্যে বিদালকে সকাল ৮ ঘটিকার সময় আওয়ামীলীগ নেতা সিদ্দিক মন্ডল, ইউনুছ মন্ডল, কুব্বাত মন্ডল, রানা প্রামানিক, বাদশা মন্ডল, খালেক মন্ডলকে গুলি করে। এবং সবাই গুলি বৃদ্ধ হন। সবাইকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার সিদ্দিক মন্ডলকে মৃত বলে ঘোষনা করেন। এই হত্যাকান্ডের সঙ্গে ১নং আসামী আব্দুল আলিম স্বপন ও ২নং আসামী আব্দুল হাফিজ তপনসহ ২০ জনের নামে এনামুল হক মেম্বার বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি এজাহার দায়ের করেন। গুলি বৃদ্ধ যারা বেঁচে আছেন তারা সবাই স্ব-চক্ষে আব্দুল হাফিজ তপনসহ ৩০/৩২ জন আসামী যেখানে আসামীদের হাতে থাকা বন্দুক, শটগান, রাইফেল, পিস্তল অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হইয়া বেপরোয়া গুলি বর্ষণ করেন। যাহা আহতরা ও এলাকাবাসি স্বচক্ষে দেখিয়াছেন। তারপরও বিবৃত্তিতে বলা হয়েছে আব্দুল আলীম স্বপন ও আব্দুল হাফিজ তপনকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে উনারা প্রতিবাদ দিয়েছেন এবং আরো বলা হয়েছে কেন্দ্রীয় কমিটির একজন আওয়ামীলীগ নেতা মামলাটি চাপ দিয়ে করিয়েছেন। এই বিবৃত্তি আমরা তীব্র নিন্দা এবং অবিলম্বে এই মিথ্যা বিবৃত্তি প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। যেখানে ৬/৭ টি আগ্নেয় অস্ত্র প্রকাশ্যে দিবালকে ব্যবহার করা হয়েছে সেখানে ৬/৭জনকে গুলি বৃদ্ধ করা হয়েছে এবং ১জন নিহত হয়েছে। সেই নিহত এর ব্যাপারে কোন বিবৃত্তি বা শোকাহত পরিবারের প্রতি কোন সমবেদনা না জানিয়ে চিহ্নিত আসামীদের বিরুদ্ধে কোন কথা না বলে এক তরফা ভাবে খুনিদের আড়াল করার অপচেষ্টা করা হচ্ছে। এবং গুষ্ঠিগত দ্বন্ধ বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এটা সম্পূর্ণ একটি রাজনৈতিক হত্যাকান্ড। চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগকে চিরতরে নির্মূল করার প্রয়াস চালাচ্ছে জাসদ। ইতি মধ্যে হাসানুল হক ইনুর বা জাসদের এই সন্ত্রাসী খুনিদের মধ্যে ৫জনকে ২টা আগ্নেয় অস্ত্র ও গুলিসহ প্রশাসন গ্রেপ্তার করেছেন। ইহাতে প্রমান হয় যে, এটা একটি রাজনৈতিক হত্যাকান্ড। আমরা মনে করি জাসদের গণবাহিনীর যে অস্ত্র তা আব্দুল আলিম স্বপন ও আব্দুল হাফিজ তপনদের কাছে সংগৃহিত রয়েছে এবং হত্যার যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সে অস্ত্র আব্দুল আলিম স্বপন ও আব্দুল হাফিজ তপন এর কাছে সংগৃহিত রয়েছে। পলাতক ১নং আসামী আব্দুল আলিম স্বপন ও পলাতক ২নং আসামী আব্দুল হাফিজ তপনসহ বাঁকি আসামীদের গ্রেপ্তার ও আগ্নেয় অস্ত্র উদ্ধারের জন্য জোর দাবী জানাচ্ছি।
Leave a Reply