কুষ্টিয়ার কুমারখালীতে প্রকাশ্যে জাহিদুল ইসলাম নামে এক ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক ওবাইদুর রহমান জুয়েলকে আটক করেছে পুলিশ। আটককৃত জুয়েল কুমারখালী পৌরসভার ২ং ওয়ার্ডের রতনের ছেলে।
নিহত ভ্যানচালক জাহিদুল ইসলাম জেলার খোকসা উপজেলার সাতপাঁখিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১ টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় জাহিদুল ইসলাম নামে এক ভ্যানচালকের সঙ্গে জুয়েলের কথাকাটি হয়। একপর্যায়ে জুয়েল কাছে থাকা ধারালো চুরি দিয়ে ভ্যানচালকের গলায় আঘাত করে। এতে চালক সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার (ওসি) কামরুজ্জামান তালুদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কথাকাটির জেরে ছুরিকাঘাতে ভ্যানচালক জাহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে। এঘটনায় ঘাতক জুয়েলকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply