কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক (সম্মান) শ্রেণির চারুকলা বিভাগে ভর্তি-ইচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টায? রবীন্দ্র নজরুল কলাভবনে এ পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার বিভাগীয় সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে যাঁরা চারুকলা বিভাগে আবেদন করেছেন, তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষার্থীদের অঙ্কনের কাগজ সরবরাহ করা হলেও পেনসিল, রাবার ও আনুষঙ্গিক জিনিসপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। এ ছাড়া পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে। পরীক্ষার্থীদের অবশ্যই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং চারুকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষার আবেদনের ‘ধপশহড়ষিবফমবসবহঃ ংষরঢ়’ সঙ্গে আনতে হবে।
Leave a Reply