আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গার কামালপুর বটতলা মোড়ের আনারুলের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে আনারুল ওই জায়গা দখল করে টোঙ দোকান তৈরী করে ভাড়া দিয়ে টাকা আদায় করে আসছিল। গত কদিন ধরে টিনের টোঙ ঘর সরিয়ে পাকা বিল্ডিং নির্মাণের বিষয়টি ভূমি কর্মকর্তা জানার পর এটা বন্ধের নির্দেশ দেন। দু’দিন বন্ধ রাখার পর গতকাল শুক্রবার ছুটির দিন ভোর থেকে আবারও কাজ শুরু করে। জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারি ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে আনারুল দীর্ঘদিন আগে কামালপুর বটতলার মোড়ের রাস্তার পাশে সরকারী জায়গা দখল করে। দখলকৃত ওই জমিতে তিনি টিনের টোঙ চালা নির্মাণ করে তিন জনের কাছে মাস চুক্তিতে ভাড়া দেয়। বটতলার এই মোড়টি ৪ টি গুরুত্বপুর্ণ রাস্তার সংযোগ স্থান হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে সড়ক ও জনপথ বিভাগ দুই লেনের রাস্তা নির্মাণ করেছে। মোড়টি অতি গুরুত্বপুর্ণ হওয়ার কারনে ইতো মধ্যে কামালপুর টু পোলতাডাঙ্গা সড়ক ডাবল লেনে রাস্তার নির্মাণের প্রস্তাব করেছে এলজিইডি। কামালপুর টু পোলতাডাঙ্গা সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলে। গুরুত্বপূর্ণ এই সড়কটি আটকে আনারুল আবারো নতুন করে পাকা দোকান নির্মাণ করছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে গত কদিন আগে কুমারি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন। চতুর আনারুল দু’দিন কাজ বন্ধ রেখে ছুটির দিন শুক্রবার ও শনিবার কাজ সম্পন্ন করার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক টিন দিয়ে ঘিরে রাখা ওই স্থানে গত শুক্রবার ভোররাত থেকে অতিরিক্ত মিস্ত্রি নিয়ে আবারও পাকাঘর নির্মাণ কাজ শুরু করে। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে ঘটনান্থলে সাংবাদিকরা গেলে তড়িঘড়ি করে মিস্ত্রিদের সরিয়ে দেওয়া হয়। নির্মাণ সামগ্রী তখনও ঘটনাস্থলে পড়ে ছিল। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা এলজিডি প্রকৌশলী আব্দুর রশিদ জানান, আমরা কামালপুর টু পোলতাডাঙ্গা সড়ক ডাবল লেনে উত্তীর্ণ করতে যাচ্ছি। খুব দ্রুত কাজ শুরু করা হবে। এদিকে সরকারী জায়গা দখল করে ঘর নির্মাণের বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নূর জানান, সরকারি জায়গা দখল করার কোন সুযোগ নেই। যদি কেউ সরকারি জায়গায় দোকান নির্মাণ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply