ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বড় ঘি-ঘাটি গ্রামে পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে কালিগঞ্জ থানার ওসি মতলেবুর রহমান জানান, বড় ঘি-ঘাটি গ্রামে সরকারী জমিতে থাকা একটি থকে মাটি কেটে বিক্রি করছিল ইদ্রিস আলী। সেসময় পুকুরের পাড়ের জমির মালিক সোহরাব ও তার লোকজন বাঁধা দিলে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয়ের লোকজন লাঠি, ধারালো অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply