দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে ১৬৯ বোতল ফেনসিডিল ও ইজিবাইকসহ শরিফুল ইসলাম (২৮) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ব্যাঙগাড়ি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শরিফুল নিজের ইজিবাইকে করে নিয়মিত ফেনসিডিল পাচার করে আসছিলেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে জেল হাজতে পাঠায় পুলিশ। পুলিশ জানায়, দৌলতপুর উপজেলার তেকালা ক্যাম্প ইনচার্জ (আইসি) এসআই জিয়াউর রহমান গোপন সূত্রের খবরের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ব্যাঙগাড়ি মোড় এলাকায় অবস্থান নেন। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে পরিচালিত এ অভিযানের সময় পুলিশের সোর্সের দেয়া তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী শেহালাগামী একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালায় পুলিশ।
পুলিশের তথ্য মতে, তল্লাশির একপর্যায়ের অটো নামে পরিচিত ব্যাটারিচালিত ইজিবাইকের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় ১৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ফেনসিডিল বহনকারী ইজিবাইকসহ এর চালক শরিফুল ইসলামকে আটক করা হয়। আটক শরিফুল এ উপজেলার শেহালা মালিথাপাড়া এলাকার বায়তুল ইসলামের ছেলে। পরে তাকে দৌলতপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে এসআই জিয়াউর রহমান বাদী হয়ে এ ব্যাপারে একটি মামলা করেন। এ মামলায় শরিফুলকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরের দিকে কুষ্টিয়া জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলার তেকালা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই জিয়াউর রহমান জানান, ফেনসিডিল ও ইজিবাইক উদ্ধারের পর জিজ্ঞাসাবাদকালে ইজিবাইক চালক শরিফুল উদ্ধার করা ফেনসিডিলের মালিকের নাম প্রকাশ করেছেন। এই ফেনসিডিলের মালিকের বাড়ি পার্শ্ববর্তী ধর্মদহ গ্রামে। তবে গ্রেপ্তারের স্বার্থে তার নাম এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না। এ ব্যাপারে দুজনকে আসামি করে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শরিফুল দীর্ঘদিন ধরে তার ইজিবাইকে করে নিয়মিত ফেনসিডিল পাচার করে আসছিলেন বলে এসআই জিয়া জানিয়েছেন। উল্লেখ্য, কুষ্টিয়ার ভারতীয় সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে প্রায় দিনই দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল ও গাঁজা পাচার হচ্ছে। সীমান্তের বেশ কয়েকটি শক্তিশালী মাদক সিন্ডিকেট এসব মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করছে। পুলিশসহ অপারাপর আইন প্রয়োগকারী সংস্থার অভিযানে মাঝেমধ্যে বিভিন্ন মাদকদ্রব্য কমবেশি আটকও হচ্ছে। তবে অধিকাংশই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। যা আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাচার হয়ে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়।
Leave a Reply