1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 5:36 pm

কোভিড সংক্রমণ বাড়িয়ে দিতে পারে মনোরোগের ঝুঁকি

  • প্রকাশিত সময় Friday, February 18, 2022
  • 93 বার পড়া হয়েছে

একাকীত্ব, অর্থনৈতিক চাপ, প্রিয়জনকে হারানোর বেদনাসহ মহামারীতে আরও নানা কারণে মানুষের মধ্যে হাতাশা বা বিষন্নতার মতো মনরোগে দেখা দিতে পারে। কিন্তু কোভিড আক্রান্ত হলে কী রোগীর মানসিক অসুস্থতায় ভোগার ঝুঁকি বেড়ে যেতে পারে? নতুন এক গবেষণা বলছে, হ্যাঁ পারে।
‘দ্য বিএমজে’ জার্নালে বুধবার ওই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ পায় বলে জানায় ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।
গবেষকরা যুক্তরাষ্ট্রের ‘ভিতেরান্স হেল্থ অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমে’ থাকা দেড় লাখের বেশি কোভিড রোগীর তথ্য এবং সুস্থ হওয়ারপর এক বছরের অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন এবং একই বয়সের অন্যান্য মানুষ যারা করোনাভাইরাসে সংক্রমিত হননি তাদের অভিজ্ঞতা জেনে দুইয়ের মধ্যে তুলনা করেন।
এরপর গবেষকরা শুধু ওইসব রোগীদের বেছে নেন যারা কোভিড আক্রান্ত হওয়ার আগের দুই বছরের মধ্যে কখনও মনরোগে আক্রান্ত হননি বা চিকিৎসা নেননি। যাতে তাদের মধ্যে থেকে কোভিড আক্রান্ত হওয়ার পর মনরোগের চিকিৎসা নিচ্ছেন এমন ব্যক্তিদের দিকে গবেষকরা মনযোগ দিতে পারেন।
গবেষণায় দেখা গেছে, যারা কোভিড আক্রান্ত হননি তাদের তুলনায় যারা কোভিড আক্রান্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে বিষন্নতায় ভোগার ঝুঁকি ৩৯ শতাংশ এবং উদ্বিগ্নতায় ভোগার ঝুকি ৩৫ শতাংশ বেড়ে যেতে পারে।
এছাড়া, কোভিড আক্রান্ত হননি এমন মানুষের তুলনায় যারা আক্রান্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে মানসিক চাপ ও মানিয়ে নেওয়ার অসুবিধায় ভোগার ঝুঁকি ৩৮ শতাংশ বেশি। আর ঘুমের অসুবিধায় ভোগার ঝুঁকি ৪১ শতাংশ বেশি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল হ্যারিসন বলেন, ‘‘এই গবেষণায় কোভিড আক্রান্ত হওয়ার কয়েক মাস পরও বাড়তি মানসিক অসুস্থতায় ভোগার পরিষ্কার তথ্য দেখা যাচ্ছে।”
অধ্যাপক হ্যারিসন এ গবেষণা কাজে অন্তর্ভুক্ত ছিলেন না। তবে ২০২১ সালে তিনি এ ধরনেরই একটি গবেষণা কার্যক্রম চালিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ‘‘কোভিডের সঙ্গে মানুষের মানসিক স্বাস্থ্যের অবনতি হওয়ার ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়টি বেশ জোরাল বলে এখন দেখতে পাওয়া যাচ্ছে।”
তবে নতুন গবেষণাপত্রের গবেষকরা এও বলেছেন, কোভিডে আক্রান্ত হলেই যে মানসিক স্বাস্থ্যের অবনতি বা মনরোগে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেবে বেশিরভাগের ক্ষেত্রের বিষয়টা এমন নয়। কারণ, গবেষণায় দেখা গেছে, মাত্র সাড়ে চার থেকে সাড়ে পাঁচ শতাংশের বেলায় কোভিড পরবর্তী বিষন্নতা, হতাশা, মানসিক চাপ বা মানিয়ে নেওয়ার সমস্যা চিহ্নিত হয়েছে।
অধ্যাপক হ্যারিসন বলেন, ‘‘সৌভাগ্যক্রমে উদ্বেগ বা হতাশায় ভোগার মহামারী এটি নয়। তবে বিষয়টি একেবারে তুচ্ছও নয়।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640