কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুরে জাহাঙ্গীর আলম বাবু (৪৪) নামে এক বিকাশ এজেন্ট নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত কাস্টমমোড় এলাকার জান মোহাম্মদ বিশ^াসের ছেলে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের স্ত্রী মোছা: রাশেদা খাতুন। তিনি ভাগজোত কাস্টমমোড় এলাকায় বিকাশ এজেন্ট ও টেলিকমের ব্যবসা করছিলেন। সাধারণ ডায়েরী সুত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বাড়ি থেকে স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায়ের উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরী করেন। নিখোঁজ জাহাঙ্গীর আলম বাবুর পরিবার সুত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হবার সময় তার পরনে সাদা পাঞ্জাবী ও পায়জামা ছিল। এছাড়া তার গায়ের রং শ্যামলা ও মুখে কালো দাড়ি আছে। এদিকে বিকাশ এজেন্ট বাবুর নিখোঁজ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বাবুর সন্ধানে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তার সন্ধান মিলবে।
Leave a Reply