নড়াইল প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় নড়াইলেও ৭জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা-২০২২ প্রদান করা হয়েছে। ৭ জনের মধ্যে ৬ জনকে নড়াইল থেকে এবং ১ জনকে ঢাকা থেকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। আজ (মঙ্গলবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের করা হয়। ঢাকার ওসমানী মিলনায়তন থেকে ভার্চুয়ালী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ,ক,ম, মোজাম্মেল হক এমপি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি’র সভাপতিত্বে ঢাকা প্রান্তে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ আনোয়ার হোসেন হাওলাদার। নড়াইল প্রান্তে নড়াইলে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মৌসুমি রানী মজুমদার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ এবং সম্মননা প্রাপ্ত মহিলা বীর মুক্তিযোদ্ধাগণ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply