কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৯৯ জন সাধারণ সদস্য (মেম্বর) ৩৩ জন সংরক্ষিত সদস্য ( সংরক্ষিত মেম্বর) শপথ নিয়েছেন। মঙ্গলবার দুপুর ১২ টা বেজে ৩ মিনিটে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে তাঁদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল। এরআগে শপথ গ্রহণ উপলক্ষ্যে সকাল ১১ টায় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান মেরিনা আক্তার মিনাসহ প্রমূখ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় এসময় জগন্নাথপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী বাদশা, চাপড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এনামুল হক মঞ্জুসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply