কাগজ প্রতিবেদক ॥ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একটি মেসেঞ্জার গ্রুপ আছে। সদস্য অন্তত ৫০ জন। এই গ্রুপে চার–পাঁচ দিন ধরে সুমাইয়া ইয়াসমিন ওরফে রিয়াকে রিমুভ করে রাখা হয়েছিল। গতকাল রোববার রাতে হঠাৎ তাঁকে ফোনে জানানো হয়, সোমবার সকাল ১০টার মধ্যে যেন ক্যাম্পাসে হাজির হন। কোনো কিছু বুঝতেও পারেননি সুমাইয়া। ক্যাম্পাসে গিয়ে রীতিমতো অবাক তিনি। তাঁর জন্য সাজানো হয়েছে ছোট্ট এক মঞ্চ; ফুল দিয়ে সাজানো। তাতে লেখা ‘রিয়ার হলুদ ছোঁয়া’। এভাবেই বন্ধুর প্রতি ভালোবাসা দেখিয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাঁদের সবাই সুমাইয়ার বন্ধু; বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মুঠোফোনে সুমাইয়ার সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর বাড়ি ঝিনাইদহের শৈলকুপা শহরে। আগামী শুক্রবার পারিবারিকভাবে কুষ্টিয়ার বাসিন্দা হালিমুর রহমানের সঙ্গে তাঁর বিয়ের দিন ঠিক করা আছে। হালিমুর পেশায় ব্যাংকার। সুমাইয়ার বিয়ে স্মরণীয় করে রাখতে ভালোবাসা দিবসে ক্যাম্পাসে গায়েহলুদের আয়োজন করেছেন তাঁর বন্ধুরা। বেলা দুইটা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠান চলে। সুমাইয়ার বন্ধু রাফায়েল আহমেদ বলেন, তাঁদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। বিয়ের পরদিনও পরীক্ষা রয়েছে। এর মধ্যে সুমাইয়ার বিয়ের আয়োজন শুরু হয়েছে। ফাগুন ও ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখতে এবং বান্ধবীকে সারপ্রাইজ দেওয়ার জন্যই ক্যাম্পাসে তাঁর গায়েহলুদের আয়োজন করা হয়েছে। রাফায়েল জানান, ক্যাম্পাসে জিমনেসিয়ামের সামনে বাঁশের খুঁটি ফুল দিয়ে মুড়িয়ে গায়েহলুদের ছোট্ট একটি মঞ্চ তৈরি করা হয়। ডালা সাজানো হয় কেক, ক্ষীরসহ নানা ফলে। সুমাইয়ার ক্যাম্পাসে আসার সঙ্গে সঙ্গে তাঁকে তাঁর বান্ধবীরা একটি ছাত্রী হলে নিয়ে যায়। নতুন হলুদ শাড়িসহ যাবতীয় পোশাক পরিয়ে মঞ্চে আনা হয়। সাউন্ড সিস্টেমে হলুদের গানের সঙ্গে নাচ-গানও করেন বন্ধুরা। সুমাইয়ার বান্ধবী শাপলা খাতুন বলেন, ‘সুমাইয়া এতটা সাইরপ্রাইজড যে কান্না করেছে। কয়েক দিন ধরে গায়েহলুদের জন্য যাবতীয় কেনাকাটা করা হয়। কনের বাড়িতে যেভাবে গায়েহলুদ করা হয়, তাঁর সবকিছুই ক্যাম্পাসে করা হয়েছে। পুরো আয়োজনটা আমরা নিজেরা নিজ হাতে করেছি। দিনটাকে স্মরণীয় রাখতে এবং প্রিয় বান্ধবীকে হৃদয়ে রাখতেই এই আয়োজন।’ বন্ধুদের এমন আয়োজনে অভিভূত সুমাইয়া বলেন, ‘মেসেঞ্জার গ্রুপ থেকে আমাকে রিমুভ করা হয়েছিল। কেউ কোনো কথা বলে না। হঠাৎ ক্যাম্পাসে ডেকে এত বড় সারপ্রাইজ দেবে, সেটা কখনো ভাবিনি। বন্ধুদের ভালোবাসা পেয়ে আমি অভিভূত। সারা জীবন মনে থাকবে।’
Leave a Reply