কোভিড-১৯ দেশের স্বাস্থ্যসেবা খাতকে আর বড় বিপদে ফেলতে পারবে না। তাই মহামারী রুখতে নরওয়েতে আরোপ করা বিধিনিষেধের প্রায় সবই বাতিল করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইউনাস গর স্তোরাহ।
শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা করোনাভাইরাসের জন্য আরোপ করা প্রায় সব বিধিনিষেধ তুলে নিচ্ছি।”
“আমাদের বেশিরভাগের জন্যই করোনাভাইরাস মহামারী এখন আর বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি নয়। ভাইরাসের ওমিক্রন ধরণে আক্রান্ত হলে শরীর খুব বেশি অসুস্থ হয় না এবং আমরা সবাই এখন টিকা নিয়ে সুরক্ষিত।”
মূলত গত ১ ফেব্রুয়ারি থেকেই নরওয়ে সরকার লকডাউনের বেশিরভাগ বিধিনিষেধ প্রত্যাহার করেছে। তবে আর্কটিক মহাসাগরের স্ভ্যালবার্ড দ্বীপপুঞ্জে কিছু বিধিনিষেধ এখনও থেকে গেছে।
শনিবার স্থানীয় সময় ১০:০০ সিইটি থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। নতুন নিয়মে নরওয়ের বাসিন্দাদের আর তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে না। এমনকী তাদের ভিড়ের মধ্যেও মাস্ক পরতে হবে না।
এর অর্থ নাইটক্লাব এবং বিনোদনের অন্যান্য জায়গাগুলো এখন পুরোদমে তাদের ব্যবসা শুরু করতে পারবে। নতুন করে কেউ আক্রান্ত হলে তাকে আর আইসোলেশনে থাকতে হবে না। বরং তাদের চারদিন বাড়িতে অবস্থান করার সুপারিশ করা হয়েছে।
পর্যটকদের নরওয়ে ভ্রমণে যেতে এখন আর আগে থেকে নাম নিবন্ধনের প্রয়োজন নেই। এছাড়া, ভ্রমণকারীদের জন্য নরওয়েতে রওয়ানা হওয়ার আগে কোভিড ‘নেগেটিভ’ সনদ দেখানোর যে নিয়ম ছিল সেটাও তুলে নেওয়া হচ্ছে। টিকা গ্রহণ করেননি এমন ব্যক্তিদেরও সনদ লাগবে না।
করোনাভাইরাসের দ্রুত সংক্রামক ধরন ওমিক্রনের কারণে গত ডিসেম্বরে নরওয়েতে আংশিক লকডাউন জারি করা হয়।
এখন লকডাউন তুলে নেওয়া হলেও স্ভ্যালবার্ড দ্বীপপুঞ্জে স্বাস্থ্যসেবা অপ্রতুল হওয়ায় সেখানে ভ্রমণ করতে হলে তার আগে এবং সেখানে গিয়ে অবশ্যই কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে। সেখানে আন্তর্জাতিক ফ্লাইট আরও কিছুদিন বন্ধ রাখা হবে বলে জানিয়েছে নরওয়ে সরকার।
Leave a Reply