৪র্থ মেধা তালিকার সাক্ষাতকার ২২ ও ২৩ ফেব্রয়ারী
ইসলামী বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১মবর্ষ ¯œাতক (সম্মান) শ্রেণিতে ৪র্থ মেধা তালিকা হতে ছাত্র-ছাত্রী ভর্তির লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১৩ ফেব্র“য়ারি দুপুরে প্রশাসন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব ও রেজিস্ট্রার (ভার:) মু. আতাউর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সকল অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট ও ইউনিট সমন্বয়কারীগণ। সভায় সর্বসম্মতিক্রমে নি¤েœাক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়-(১) আগামী ১৪ ফেব্রুয়ারি রাত ১২.১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ৪র্থ মেধা তালিকা প্রকাশ, (২) ২২ ও ২৩ ফেব্রুয়ারি সাক্ষাতকার, (৩) সাক্ষাতকারে উত্তীর্ণরা ২২ হতে ২৪ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। তবে কোন যৌক্তিক কারনে ২৪ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে না পারলে ২৭ ফেব্রুয়ারি ভর্তি হওয়ার সুযোগ পাবে। উল্লেখ্য এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply