ঢিমে তালে পানি উন্নয়ন বোর্ড
বিশেষ প্রতিবেদক ॥ দৌলতপুরে পদ্মার পাড় জুড়ে হাজারো মানুষের সারি। হাতে হাতে বন্ধনে বিষন্নতার চাহনিতে বাঁচতে চাই বিপন্ন হওয়ার হাত থেকে। অসময়ের ভাঙনে হুমকিতে বিশাল জনগোষ্ঠি। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী ভাঙ্গনের হাত থেকে নিজেদের বসতবাড়ি, ফসলি জমি ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন লাইন রক্ষার দাবিতে হাজারো জনতার এই মানববন্ধন গতকাল শুক্রবার বিকালে। তারা চাইছেন অনতিবিলম্বে স্থায়ী সমাধান। স্বেচ্ছাসেবী সংস্থা স্মাইল ফর অল এসএফএ’র ক্লাইমেট প্রজেক্ট এসএফএ গ্রীন পিচের আয়োজনে ও গ্রাম উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়া গ্রামে এ মানববন্ধন করেন এলাকাবাসী। মরিচা ইউনিয়নের কোলদিয়াড় নদী পাড় এলাকা থেকে অন্তত দুই কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধন চলে ঘণ্টা দুয়েক। সেখানে বক্তব্য দেন উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের অনেকেই। মানববন্ধনে দাবি আদায়ের স্লোগান লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে দাঁড়ায় তারা। স্থানীয় শিক্ষার্থী, এলাকার নারী-পুরুষ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। মানববন্ধন চলাকালে নদী ভাঙন থেকে বাঁচাতে দ্রত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। তরুণ সংগঠক এসএফএ গ্রীন পিচের নির্বাহী পরিচালক আকাশ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুুল ইসলাম জাহিদ, সাবেক চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলমগীর, আল বুখারি অনিক। সমাবেশে বক্তারা বলেন, অসময়ে পদ্মা নদীর ভাঙ্গনে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাড়িঘরও। হুমকির মুখে পড়েছে আরো শত শত ফসলি জমি, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, জাতীয় জনগুরুত্বপুর্ণ বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন লাইনও। বক্তারা নদীভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবিতে দ্রত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান। গেল বছর শিগগিরই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় জেলা পানি উন্নয়ন বোর্ড, তবে বাস্তবায়ন হয়নি। বালুর বাঁধ সামলায়নি প্রমত্তা পদ্মা। ইতোমধ্যেই সম্পত্তি নদীগর্ভে হাজারো মানুষের। ওই অঞ্চলের কৃষি ও জনজীবনে ব্যপক বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। উদ্বেগ ছড়িয়ে পড়েছে দৌলতপুর উপজেলার সর্বত্র।
Leave a Reply