দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে এক গৃহবধুকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে দৌলতপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ওই গৃহবধূ । দৌলতপুর থানা পুলিশ, এলাকাবাসী ও ভিক্টিমের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার পাকুড়িয়া গ্রামের নাসিম ডাকাতের ছেলে আলমগীর হোসেন একজন মাদক ব্যবসায়ী। বুধবার রাতে ওই গৃহবধূর বসতবাড়িতে প্রবেশ করে । স্বামীর অনুপস্থিতিতে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ করা হয়। এ ঘটনা গোপন রাখতে হুমকিও দেয়া হয় ওই নারীকে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, বৃহস্পতিবার সকালে ধর্ষণের একটি মামলা হয়েছে। তবে ঘটনা পরকীয়া সংক্রান্ত কি না তা তদন্ত করে দেখা হবে। ওই নারীকে মেডিকেলে পাঠানো হয়েছে। অভিযুক্ত আলমগীরের নামে ইভটিজিং ও চুরির অগণিত অভিযোগ রয়েছে ওই এলাকায়।
Leave a Reply