1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 5:40 pm

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে ‘বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার’ বড়াই উত্তর কোরিয়ার

  • প্রকাশিত সময় Thursday, February 10, 2022
  • 99 বার পড়া হয়েছে

গতমাসে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়া সরকার এখন বড়াই করে বলছে, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে ‘বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার’ মতো দেশ কেবল তারাই।
বছরের শুরুতেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়ার কিম জং উন সরকার। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে, ‘এই পরীক্ষা এক উল্লেখযোগ্য অর্জন’।
মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রণালয় দম্ভ করে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের শক্তির বিরুদ্ধে উঠে দাঁড়াচ্ছে এবং বিশ্বে পারমাণবিক অস্ত্র থাকা হাতেগোনা কয়েকটি দেশের কাতারে আছে।
মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নতুন বছরের শুরু থেকে চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো “যুদ্ধে উত্তর কোরিয়ার প্রতিরোধ গড়ে তোলার শক্তি আরও বাড়িয়ে তুলেছে।”
জানুয়ারিতে অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া সত্যিই আন্তর্জাতিক অঙ্গনকে দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছে। পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি ছিল ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’। যেটি প্রচ- গতিতে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়।
অথচ পরমাণু অস্ত্র উন্নয়ন এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে উত্তর কোরিয়ার উপর জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে দেশটির অর্থনীতি চরম দুর্দশায় পড়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজেও তা স্বীকার করেছেন। কিন্তু তাতেও দেশটি তাদের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং পরীক্ষায় লাগাম টানেনি।
২০১৭ সালের পর থেকে উত্তর কোরিয়া যেসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তার মধ্যে হোয়াসং-১২ একটি। মাঝারি-পাল্লার এই ক্ষেপণাস্ত্র প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের মূল ভূখ-ে আঘাত হানতে সক্ষম।
এবার দেশটি দীর্ঘ-পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) হোয়াসং-১৫ এর পরীক্ষা চালানোর দাবি করছে। ২০১৭ সালে প্রথম পরীক্ষার পর যেটির আর কোনও পরীক্ষা হয়নি।
বিশ্বাস করা হয়, হোয়াসং-১৫ পরমাণু অস্ত্র বহনে সক্ষম এবং সেটি যুক্তরাষ্ট্রের যে কোনও জায়গায় আঘাত করতে পারবে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ‘‘বর্তমান বিশ্বের অনেক দেশ যেখানে যুক্তরাষ্ট্রের বশ্যতা এবং অন্ধ আনুগত্য নিয়ে সময় নষ্ট করছে, সেখানে এই পৃথিবীতে একমাত্র আমাদের দেশই যুক্তরাষ্ট্রের মূল ভূখ-ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে।”
“বিশ্বে ২০০টির বেশি দেশ আছে। কিন্তু তাদের মাত্র কয়েকজনের হাতে হাইড্রোজেন বোমা, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে।”
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বারবার বলছে, উত্তর কোরিয়ায় আগ্রাসন চালানোর কোনও ইচ্ছা তাদের নেই এবং তারা বারবার পিয়ংইয়ংকে আলোচনায় ফেরার আহ্বান জানাচ্ছে। কিন্তু পিয়ংইয়ং ক্রমাগত সেই আহ্বান উপেক্ষা করে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং পরমাণু অস্ত্রের উন্নয়ন বন্ধের বৈশ্বিক উদ্যোগের জন্য হুমকি বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, ‘‘উত্তর কোরিয়াকে প্রতিরোধ করা যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে সব ধরনের উস্কানি অথবা শক্তির ব্যবহার থেকে নিবৃত্ত করতে হবে আমাদেরকে।”
“তারা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তৈরি যে প্রতিযোগিতায় নেমেছে তা সীমিত করতে হবে এবং সবার আগে আমারিকার জনগণ, বিশ্বের নানা প্রান্তে আমাদের মোতায়েন করা সেনা এবং আমাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে,”বলেন ওই মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640