বিশেষ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার বৃহত সীমান্তবর্তি উপজেলা দৌলতপুর। দুটি উপজেলার সমপরিমান এলাকা নিয়ে এই উপজেলা গঠিত। তাই জনসংখ্যার অনুপাতে খুবই নগণ্য কুষ্টিয়ার দৌলতপুরের সরকারি চিকিৎসা ব্যবস্থা একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশের গুরুত্বপুর্ণ পথে সারাক্ষণই লেগে থেকে যানজট। সড়কটির দুপাশে রাস্তা সংকোচন করে বিভিন্ন দোকানপাটের কাজে ব্যবহৃত হচ্ছে। এ সমস্যা সমাধানে দেখার কেউ নেই। নিরসনেও নেই কোন দায়িত্বশীল ব্যাক্তি। সম্প্রতি করোনার টিকা দেয়া শুরু হলে এই যানজট আরও তীব্র আকার ধারণ করেছে বলেই জানাচ্ছেন স্থানীয়রা। দৌলতপুর বাজারের ঈগল মোড় থেকে হাসপাতাল গেট পর্যন্ত প্রতিনিয়ত চরম যানজটের সৃষ্টি হয়। হাসপাতালের সামনের রাস্তা এ যানজটের কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীদের। দুর্ভোগ পোহাচ্ছেন চিকিৎসা ও করোনার টিকা নিতে আসা মানুষ সহ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ। এতে দুর্ঘটনায় পতিত হয়ে অনেকে আহতও হয়েছেন। পথচারীরা বলেন, রাস্তাার ওপর দোকানের মালামাল রাখায় এবং এলোমেলো ভাবে অটোরিকশা রাখায় এমন দুরাবস্থা। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌহিদুল হাসান তুহিন বলেন, হাসপাতালে আসার রাস্তায় দোকানপাট থাকার কারণে এমনিতেই যানজট লাগে। তারপরও করোনা কালীন সময়ে টিকা ও চিকিৎসা নিতে আসার কারনে যানজট চরম আকার ধারণ করেছে। ইতিমধ্যে বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। উপজেলা নিবার্হী অফিসার মো. আব্দুল জব্বার কুষ্টিয়ার কাগজকে কে বলেন, যেহেতু রাস্তাটি খুবই গুরুত্বপুর্র্ণ তাই বিষয়টি নিয়ে আলাপআলোচনা করে দ্রত সমাধান করা হবে।
Leave a Reply