মিরপুর প্রতিনিধি ॥ জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা জাসদের উদ্দ্যোগে সদরপুর ইউনিয়ন জাসদের কর্মীদের সভা বুধবার বিকালে গোয়াবাড়িয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভার প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ, প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন জাসদ কেন্দ্রীয কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সংগ্রামী সাধারণ সম্পাদক আহাম্মদ আলী। সদরপুর ইউনিয়ন জাসদের সভাপতি সাবদার হোসেন মেম্বারের সভাপতিত্ব ও উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিনের পরিচালনায় বক্তব্য প্রদান করেন জেলা জাসদের নেতা হামিদুল ইসলাম মাষ্টার, হাজি নুরুল ইসলাম কলেজের অধ্যক্ষ শরিফুর ইসলাম, উপজেলা জাসদ নেতা ফরিদ উদ্দিন, সদরপুর ইউপি জাসদের সাধারণ সম্পাদক আমবির হোসেন, জাতীয় যুবজোট মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ, সদরপুর ইউনিয়ন জাসদ নেতা আনারুল ইসলাম, হামিদুল ইসলাম, জামিরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply