কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে ১৪ গ্রাম হেরোইন ও ২০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। সোমবার রাতে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের একতারপুর গ্রামস্থ দাসপাড়া মন্দিরের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ১৪ গ্রাম হেরোইন ও ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটককৃতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান গ্রামের মৃত আমির মুন্সীর ছেলে আশা মুন্সী(২৬), একই এলাকার মৃত খোকন প্রামানিকের ছেলে মোঃ হালিম প্রামানিক (৪২), মৃতঃ রবিউল ইসলামের ছেলে মোঃ রঞ্জু আহম্মেদ(৪০) ও বলিদাপাড়া এলাকার মৃত আহাদ আলী ওরেফ বিষুর ছেলে মোঃ নুরুল ইসলাম ওরেফ নুর (৪৪)। কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মোঃ আজমল হোসেন জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সোমবার রাতে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের একতারপুর গ্রামস্থ দাসপাড়া মন্দিরের পূর্ব পাশে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ১৪ গ্রাম হেরোইন ও ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কেনাবেচার সাথে জড়িত। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে গতকাল আদালতে সোপর্দ করা হয়। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply